আণবিক যন্ত্র তৈরির পথ দেখিয়ে রসায়নে নোবেল

0
246

%e0%a6%86%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%88%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96

আণবিক যন্ত্র তৈরির পথ দেখিয়ে ২০১৬ সালে রসায়নে নোবেল পেলেন ফ্রান্স, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের তিন বিজ্ঞানী।এ বছর আণবিক যন্ত্র (মলিকুলার মেশিনস) নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে রসায়নে নোবেল পেলেন জাঁ পিয়েরে সভেজ, স্যার ফ্রেশার স্টডডার্ট ও বার্নাড ফেরিঙ্গা।সুইডেনের স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বুধবার এ ঘোষণা দিয়েছে।

দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের বিবৃতিতে বলা হয়েছে, মলিকুলার মেশিনস বা আণবিক যন্ত্রের নকশা ও সংশ্লেষে অবদান রাখায় তিন বিজ্ঞানী এই পুরস্কার পাচ্ছেন। এই আণবিক যন্ত্র নিয়ন্ত্রণযোগ্য, ন্যানোমিটার আকৃতির কাঠামো যা রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তি ও গতিতে রূপ দিতে পারে। এই পদ্ধতি ব্যবহার করে রসায়নবিদেরা সুইচ থেকে শুরু করে মোটর পর্যন্ত আণবিক যন্ত্র তৈরি করতে পারেন।পুরস্কার হিসেবে তিন বিজ্ঞানী পাচ্ছেন ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা ৯ লাখ ৩১ হাজার মার্কিন ডলার।তিনজন গবেষকের মধ্যে স্যার ফ্রেশার স্টডডার্ট স্কটল্যান্ডের, জাঁ পিয়েরে সভেজ ফ্রান্সের ও বার্নাড ফেরিঙ্গা নেদারল্যান্ডসের নাগরিক।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তথ্যসূত্র : রয়টার্স, গার্ডিয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here