প্রাচীর নির্মাণ না করায় কারগারের নিরাপত্তা হুমকির মুখে: আইজি প্রিজন

0
304

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন

কেন্দ্রীয় কারাগারের কিছু জমি স্থানীয়রা দখল করার কারণে প্রাচীর তোলা যাচ্ছে না বলে জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ।এতে কারগারের নিরাপত্তা কিছুটা বিঘিœত হচ্ছে বলেও জানান তিনি । আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কয়েকজন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।তিনি বলেন, অনেককে বদলিও করা হয়েছে। দুর্নীতির অভিযোগ প্রমানিত হলে অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি ও সাক্ষাৎ প্রার্থীদের জন্য নবনির্মিত দুটি শেড উদ্বোধনকালে এসব কথা বলেন,ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, কারা ক্যান্টিনের লভ্যাংশের অর্থ দিয়ে এই দুটি শেড নির্মান করা হয়েছে।ডিআইজি প্রিজন ফজলুল হক, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেছার আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।আইজি প্রিজন বলেন, কারাগারের কাজ শুরুর আগে সীমানা প্রাচীর করা উচিত ছিল। কিন্তু তা না করেই কারাগার নির্মান করা হয়েছে। তিনি বলেন, কারাগারের পুর্ব দিকটা সবচেয়ে বেশি অরক্ষিত। পিডব্লিউডিকে নিরাপত্তা প্রাচীর নির্মানসহ বেশ কয়েকটি স্থাপনা নির্মানের জন্য বারবার বলা হয়েছে। পিডব্লিউডির এই নির্মান কাজে আন্তরিকতার অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন, গ্যাসের সংযোগ না থাকায় কারাগারে বন্দিদের জন্য সময়মত খাবার সরবরাহে কিছুটা বিঘœ ঘটছে। এজন্য এলপি গ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here