নার্গিসের বাঁচার সম্ভাবনা ৫ থেকে ১০ শতাংশ: চিকিৎসক

0
402

%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%86

সিলেটে কথিত প্রেমিকের চাপাতির কোপে আহত খাদিজা আক্তার নার্গিসের মাথার খুলিতে জটিল অস্ত্রোপচার শেষ হয়েছে। তবে ৭২ ঘণ্টার আগে তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসময়ে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। অবশ্য স্কয়ার হাসপাতালের মেডিকেল ক্রিটিক্যাল কেয়ার বিভাগের এসোসিয়েট মেডিকেল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দীন জানিয়েছেন, নার্গিসের বাঁচার সম্ভাবনা ৫ থেকে ১০ শতাংশ।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অস্ত্রোপচার করা হয় নার্গিসের। রাজধানীর স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. রেজাউল সাত্তারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়। ঘটনার পর নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মধ্যরাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। অস্ত্রোপচার হলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার ভোরে অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে নার্গিসকে লাইফ সাপোর্টে রাখা হয়।

সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুল আলম। তিনি শাবি ছাত্রলীগের সহসম্পাদক। এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত বদরুলকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। নার্গিসের স্বজনরা জানান, তার মাথায় ৫-৬টি কোপ দেওয়া হয়েছে। চিকিৎসকরা কোনো আশ্বাস দিতে পারেননি। তারা বলেছেন পরিস্থিতি ভালো না। কোপে মারাত্মক জখম হয়েছে নার্গিস।

নার্গিসকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবারই সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সোমবার বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে শিক্ষার্থীদের সামনে চাপাতি দিয়ে কোপাতে থাকে বদরুল। পরে নার্গিসের চিৎকার শুনে লোকজন এগিয়ে যায়। তারা নার্গিসকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here