আক্রান্ত হলে ভারতের পক্ষে থাকবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

0
346

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

কাশ্মিরে জঙ্গি হামলার পর উত্তেজনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আক্রান্ত হলে ভারতের পক্ষে থাকবে বাংলাদেশ।মঙ্গলবার সচিবালয়ে এক সংলাপে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে একথা বলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।গত ২২ সেপ্টেম্বর ভারত শাসিত কাশ্মিরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্েয উত্তেজনা চলছিল।এর মধ্েযই গত ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর দাবি করে। তবে পাকিস্তান সীমান্ত অতিক্রমের দাবি নাকচ করে দুই পক্ষে গোলাগুলি হয়েছে বলে দাবি করে।

এরপর কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন্যরা রণসাজে রয়েছে। কয়েক বার গোলাগুলির ঘটনাও ঘটেছে।দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশের উত্তেজনার মধ্েয বাংলাদেশের অবস্থান কী- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমেই বলেন, নয়া দিল্লিতে সাম্প্রতিক সফরে ভারতীয় সাংবাদিকরাও তাকে একই প্রশ্ন করেছিলেন।আমি তাদের (ভারতীয় সাংবাদিক) বলেছি, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে। সবখানে ভারত আমাদের সহযোগিতা করে। ভারত যখন আক্রান্ত হবে নিশ্চয়ই আমরা (বাংলাদেশ) ভারতের সঙ্গে থাকব।চলমান অবস্থায় বাংলাদেশের কোনো প্রস্তুতি রয়েছে কি না- প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান কামাল বলেন, পাকিস্তানের সাথে আমাদের বর্ডার নেই। ১২শ মাইল দূরে তাদের অবস্থান। তাদের হুঙ্কার, হাঁক-ডাকে আমাদের কিছু আসে যায় না।আমরা (বাংলাদেশ) তাদের ১৯৭১ সালে পরাস্ত করে বিদায় করে দিয়েছি। আমরা তাদের কথা চিন্তাও করতে চাই না, স্মরণও করতে চাই না।পাকিস্তানে অনুষ্ষ্ঠেয় সার্ক সম্মেলন বর্জনের বিষয়ে তিনি বলেন, তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করায় আমরা সার্ক সম্মেলনের যাইনি।

সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলেজ ছাত্রী হত্যা চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেকে আইনের আওতায় নেওয়া হবে।স্বতন্ত্র এয়ার ইউনিট করবে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে অচিরেই হেলিকপ্টার যোগ হচ্ছে পুলিশে।গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় জড়িত সন্দেহে আটক তাহমিদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হলি আর্টিজানে হামলায় জড়িত সন্দেহে আটক তাহমিদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।গুলশানে জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক তাহমিদ সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।তিনি বলেন, ইতোমধ্যে হেলিকপ্টার কেনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়কে। পুলিশ বিভাগ স্বতন্ত্রভাবে নিজরাই এ এয়ার ইউনিট পরিচালনা করবে। পুলিশকে এ জন্য প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সংগঠনের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী ও বিএসআরএফ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here