পাবনায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

0
0

photo

জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পাবনায় সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালমা খাতুন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, জেলার সিনিয়র তথ্য অফিসার ফরহাদ হোসেন, সাবেক এমপি অ্যাডভোকেট গোলাম হাসনায়েন, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন সহ জেলা প্রশাসন, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সুধী সমাজের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরীর উপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here