গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিম জড়িত কি না, এ ব্যাপারে এখনো নিশ্চিত নয় পুলিশ। তাঁকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (টিআইএস) সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ওই প্রতিবেদন ও গুলশান হামলা মামলায় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি মিলিয়ে সিদ্ধান্তে আসা যাবে তিনি জড়িত কি না।সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।গুলশান হামলার পর আটক ও বর্তমানে জামিনে থাকা তাহমিদ হাসিব খান সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, তাহমিদের জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য চাপা এবং অসহযোগিতার অভিযোগে ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। গুলশান হামলা মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্তে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁকে আবার এই মামলায় গ্রেপ্তার করা হবে।
এ সময় মামলার অগ্রগতি সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার পরিকল্পনাকারীদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে অভিযানে নিহত হয়েছেন বা আত্মহত্যা করেছেন। পলাতক মারজান, জাহাঙ্গীর ওরফে রাজীব এবং চকলেট ওরফে বাশারুজ্জামানকে গ্রেপ্তার করতে পারলে এ ঘটনার পুরো রহস্য উন্মোচিত হবে। তিনি বলেন, আজিমপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তানভীর কাদেরীর ছেলে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই জবানবন্দির মাধ্যমে গুলশান হামলা সম্পর্কে কিছু প্রমাণ পাওয়া গেছে। এর আগে পুলিশের কাছে যেসব তথ্য ছিল, তা ছিল গোয়েন্দা তথ্য। এ ছাড়া কল্যাণপুরের অভিযানে আহত রাকিবুল হাসান রিগ্যানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আরও কিছু তথ্য পাওয়া যাবে।
সাম্প্রতিক জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্র কোন পথে এসেছে, তা জানা গেছে বলে জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, অস্ত্র কার কাছে এসেছে, কীভাবে এসেছে, সেটা জানতে পেরেছি। কিন্তু নেপথ্যে ব্যক্তি কে, তা এখনো বের করা সম্ভব হয়নি। তিনি বলেন, গুলশান হামলার জন্য তৃতীয় একটি দেশ থেকে ভারত হয়ে দুই ধাপে প্রায় ২০ লাখ টাকা এসেছিল। এই টাকা গ্রহণ করে চকলেট ওরফে বাশারুজ্জামান।নব্য জেএমবি সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, বৈশ্বিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতার কারণে কিছু তরুণ সহিংসতায় জড়িত হয়ে পড়ছে। নব্য জেএমবি একটি মতাদর্শিক সংগঠন। এটিকে সমূলে বিনাশ করতে না পারলে সুযোগমতো তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এ জন্য গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর যে গণসচেতনতা তৈরি হয়েছে, তা অব্যাহত রাখতে হবে। গুলশান হামলায় জড়িত সন্দেহে আটক তাহমিদ হাসিব খান সর্ম্পকে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলার ঘটনায় তাহমিদ হাসিবকে সন্দেহভাজন হিসেবে রাখা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়নি।তার বিরুদ্ধে গুলশান হামলার বিষয়ে কোনো প্রমাণ মেলেনি বলেও জানান মনিরুল ইসলাম।
তিনি বলেন, তদন্তের স্বার্থে তাহমিদকে একাধিকার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে তদন্তে সহায়তা করেননি। তথ্য চাপা ও অসহযোগিতার কারণে ৫৪ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
তাহমিদকে নজরদারিতে রাখা হবে কিনা জানতে চাইলে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলছে, শেষ না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। আপাতত তাকে নজরদারিতে রাখা হচ্ছে না।মনিরুল ইসলাম বলেন, কল্যাণপুর ও গুলশানের জঙ্গি হামলার ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতোমধ্যে কল্যাণপুর থেকে আটক আসামি রিগ্যানের জবানবন্দি নেওয়া হয়েছে। কাদেরি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।গুলশান হামলার ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত এখনও শেষ হয়নি উল্লেখ করে অতিরিক্ত কমিশনার আরও বলেন, অন্যান্যদের দেওয়া জবানবন্দি ও ঘটনার তদন্তে তাহমিদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে।
রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার জন্য ভারত হয়ে মধ্যপ্রাচ্য থেকে হুন্ডির মাধ্যমে ২০ লাখ টাকা আসে। আর সেই টাকা উত্তোলন করেছিল পলাতক জঙ্গি বাশারুজ্জামান ওরফে চকলেট। দুই দফায় এই টাকা তুলে নেন জঙ্গি চকলেট। প্রথম দফায় ১১ লাখ টাকা এবং দ্বিতীয় দফায় প্রায় ৯ লাখ টাকা তোলা হয়। সে বিষয়ে ডকুমেন্টরি তথ্যও পাওয়া গেছে। অর্থদাতার নাম পাওয়া যায়নি তবে হুন্ডি ব্যবসায়ী ও প্রাপকের নাম পাওয়া গেছে।মনিরুল ইসলাম বলেন, হামলা পরিচালনার অর্থের পাশাপাশি অস্ত্র ও বিস্ফোরক আসার বিষয়ে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। তবে এখনও পুরোপুরি তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা অস্ত্রের ব্যালাস্টিক টেস্ট করতে দেওয়া হয়েছে। ওই রিপোর্ট হাতে পেলে বলা যাবে কোথা থেকে অস্ত্রগুলো আনা হয়েছিল। গুলশান হামলাসহ বিভিন্ন হামলায় জড়িত গুরুত্বপূর্ণ আসামি ও মাস্টারমাইন্ডরা গ্রেফতার হয়েছে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, অনেককেই আমরা গ্রেফতার করতে পেরেছি। গ্রেফতার অভিযানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি মারা গেছেন। আজিমপুরের ঘটনায় আব্দুল করিম নামে একজন আত্মহত্যাও করেছেন। নারায়ণগঞ্জের অভিযানে নিহত হয় গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড তামিম চৌধুরী। মনিরুল ইসলাম বলেন, আজিমপুরে জঙ্গি অভিযানের ঘটনায় নিহত তানভীর কাদেরির সন্তান তাহরিম কাদেরি আদালতে জবানবন্দি দিয়েছেন। তানভীর কাদেরি জঙ্গিদের সঙ্গে অবস্থান করছিলেন। তার বর্ণনায় উঠে এসেছে কে অস্ত্র গ্রহণ করেছে, কোথা থেকে অর্থ এসেছে। তাহরিম কাদেরির জবানবন্দি থেকে বেশ কিছু তথ্য ও প্রমাণ মিলেছে।তিনি বলেন, কল্যাণপুর থেকে জীবিত অবস্থায় গ্রেফতার জঙ্গি সদস্য রিগানের জবানবন্দিতে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। গুলশান হামলায় নিহত জঙ্গিদের সঙ্গে তারা যোগাযোগের কথা স্বীকারও করেছেন। এদিকে, গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে নুরুল ইসলাম মারজান, জাহাঙ্গীর ওরফে রাজিব, চকলেট ওরফে বাশারুজ্জামান পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই কয়েকজনকে গ্রেফতার করা হলে এসব জঙ্গি কাজে ব্যবহৃত অর্থ ও অস্ত্র কে সরবরাহ করেছে সেবিষয়ে জানা যাবে।