পাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম আর নেই

0
334

pabna-dead-kashem-picপাবনার সুজানগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ৭ ছেলে, স্ত্রী, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। তারপর দ্রুত তাকে সুজানগর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীসহ স্বজনদের মাঝে শোকে ছায়া নেমে আসে। তিনি সুজানগর উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ দিন ধরে সভাপতির দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের উপজেলা নির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার বাড়ী সুজানগর পৌর এলাকায়।

পাবনা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here