গাজীপুরের কাপাসিয়ায় বাবা-মা’র কবরের পাশে শায়িত হলেন হান্নান শাহ

0
198

hannan-shah1

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহকে শুক্রবার জানাজা শেষে গাজীপুরের কাপাসিয়ায় তার গ্রামের বাড়ির পারিবারিক গোরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্র কফিনবাহী গাড়ি গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে এসে পৌছে। মরহুমের লাশ সেখানে কালো কাপড় দিয়ে অস্থায়ীভাবে তৈরী মঞ্চে রাখা হয়। এরপর ওই মাঠে সকাল ৯টা ২০ মিনিটে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মনির আহমেদ খান মরহুমের জানাজা পড়ান। জানাজায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, হান্নান শাহ’র ছেলে শাহ রেজাউল হান্নান ও রিয়াজুল হান্নান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম মনিসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এরপর সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও জুমা নামাজের পর বিকেল ৩টা ২০মিনিটে গ্রামের বাড়ির ঘাগুটিয়ার চালা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। তার শেষ ইচ্ছে অনুযায়ী জানাজা শেষে বিকেলে তাকে পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ গত ২৭ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন তার লাশ দেশে আনা হয়।

মরহুমের পরিবার জানায়, হান্নান শাহ ১৯৯১-১৯৯৫ সালে বিএনপির শাসনামলে পাট মন্ত্রী ছিলেন। তার বাবা ফকির আব্দুল মান্নান পূর্ব পাকিস্তানের মুসলিম লীগের সাধারণ সম্পাদক এবং তৎকালীণ খাদ্য ও কৃষি মন্ত্রী ছিলেন। তিন ভাইয়ের মধ্যে হান্নান শাহ ছিলেন সবার বড়। তার ছোট ভাই শাহ আবু নাঈম মোমিনুর রহমান বিচারপতি ছিলেন। অপর ভাই মোবারক শাহ যুক্তরাষ্ট্রে একটি ব্যাংকে উচ্চপদে কর্মরত আছেন। ছোট বোন ডা. আঞ্জুমান আরা বেগম মিনু ঢাকার মহাখালীস্থ আর্ন্তজাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের পরিচালক পদে কর্মরত এবং বড় বোন মৃত আনোয়ারা ইদ্রিস ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বড় ভাইয়ের স্ত্রী।

তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকার মহাখালী নিউ ডিওএইচএস-এর বাসায় থাকতেন। তিনি স্ত্রী ছাড়াও বড় ছেলে শাহ রেজাউল হান্নান, ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান ও মেয়ে শারমিন আক্তার সুমিকে রেখে গেছেন। তার দু’ছেলেই ব্যবসায়ী।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here