হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেল স্টেশনের কাছে সিলেটগামী সার বোঝাই মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি দুইটি উদ্ধার করা হয়েছে। ফলে ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার মোয়াজ্জুল জানান, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট রেলপথের শাহজীবাজার স্টেশনের কাছে সার বোঝাই মালবাহী একটি ট্রেনের দুইটি বগি লাইচ্যুত হয়। পরে ব্রাহ্মাণবাড়ীয়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এনে উদ্ধার করে দুপুর পৌনে ৩টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।