গাজীপুরের শ্রীপুরে বৃহষ্পতিবার ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে ৩ ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বলদে গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৫০), কুষ্টিয়া সদর উপজেলার ঘাগটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রুহুল আমীন (২৮) ও কক্সবাজারের মহেশখালী উপজেলার ভাংরা গ্রামের আবদুল লতিফের ছেলে আলমগীর হোসেন (২৮)।
শ্রীপুর মডেল থানার এস.আই মোস্তাফিজুর রহমান ও এলাকাবাসী জানান, শ্রীপুরের জৈনাবাজারের মুদি ব্যবসায়ী আব্দুল মান্নান বৃহস্পতিবার পাশর্^বর্তী ভালুকার সিডস্টোর এলাকার একটি ব্যাংক থেকে ১ লাখ ৩৮ হাজার টাকা উত্তোলন করে যাত্রীবাহী লেগুনায় চড়ে বাড়ী ফিরছিল। পথে লেগুনাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কালার মাস্টার কারখানার পার্শ্বে থামিয়ে যাত্রী নামাচ্ছিল। এসময় কয়েকব্যক্তি মাইক্রোবাস নিয়ে সেখানে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং ব্যবসায়ী মান্নানকে হাতকড়া পড়িয়ে টেনে হেঁচড়ে তাদের মাইক্রোবাসে উঠায়। পরে মান্নানকে নিয়ে মাইক্রোবাসটি ঢাকার দিকে যেতে থাকে। এসময় মাইক্রোআরোহীরা মারধর করে সমুদয় টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মান্নানকে মাওনা ফ্লাইওভারের উপর নামিয়ে দেয়। পরে তারা মাইক্রোবাসটি নিয়ে মাষ্টার বাড়ি এলাকা হতে ঘুরে পুনঃরায় ময়মনসিংহের দিকে রওনা হয়। ইতোমধ্যে মান্নান কৌশলে ঘটনাটি মোবাইল ফোনে মাইক্রোবাসের বর্ণনা দিয়ে তার স্বজনদের জানায়। ছিনতাইকারীরা ফিরে যাওয়ার সময় মান্নানের লোকজন জৈনা বাজার এলাকায় মাইক্রোবাসটিসহ ছিনতাইকারীদের আটক করে। এসময় উত্তেজিত লোকজন ছিনতাইকারীদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদেরকে তাদের ব্যবহৃত মাইক্রোবাসসহ আটক করে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।