রাজীবপুর উপজেলার ধূলাউড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হাই ত্রর পুত্র কলেজ ছাত্র শামীম হোসেনকে অন্যায় ভাবে মাদক ব্যবসায়ি বানানোর প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ বুধবার বিকাল ৪টার দিকে রাজীবপুর থানা মোড় চত্ত্বরে ত্রলাকাবাসীর উদ্যেগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানবন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান ও ভূমিহীন নেত্রী হাফিজা বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। মানবন্ধনে বক্তরা বলেন, রাজীবপুর থানার এসআই আমিনুল ইসলাম ইয়াবা ট্যাবলেট ওই ছাত্রের কোমরে লুঙ্গির ভিতর গুজে দিয়ে ইয়াবা ব্যবসায়ী বানিয়ে থানায় ধরে নিয়ে আসে।মানবন্ধন থেকে রাজীবপুর থানার এসআই আমিনুল ইসলামের নানা দুর্নীতি, অপকর্ম ও ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের বিষয়ে তদন্তের দাবি জানান হয়।
রাজীবপুর থানা সূত্রে জানা গেছে,মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ধুলাউড়ি নামাপাড়া ত্রলাকা থেকে পুলিশের টহল দল রাজীবপুর ডিগ্রি কলেজের বি ত্র দ্বিতীয় সেমিষ্টারের শিক্ষার্থী শামীম হোসেন কে ইয়াবা ও হেরোইন সহ গ্রেপ্তার করে। আজ বুধবার তাকে কুডিগ্রাম কের্টে চালান করা হয়।
রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রমি)প্রতিনিধি