প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে মোদির শুভেচ্ছা

0
213

28-09-16-prime-minister-sheikh-hasina-greeted-the-prime-minister-of-india-1

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।বুধবার ঢাকায় পাওয়া এক বার্তায় মোদি বলেন, আমি আমার অন্তস্থল থেকে আপনার জন্মদিনে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার মঙ্গল কামনা করছি।ওই বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উচছ¡সিত প্রশংসা করে বলেন, আপনার দৃঢ় নেতৃত্ব দেশে কঠিন সময় চলাকালে বাংলাদেশের জনগণকে আশার আলো যুগিয়েছে।তিনি বলেন, আপনার দক্ষ নেতৃত্বে উন্নয়ন থেকে সবক্ষেত্রে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আগামী মাসে গোয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের জন্য ঢাকা-দিল্লীর আলোচ্যসূচির ব্যাপারে আলোচনার অপেক্ষায় রয়েছি।উল্লেখ্য, নরেন্দ্র মোদি গত বছর বাংলাদেশ সফর করেন। মোদি বলেন, এক্ষেত্রে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা বজায় থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here