নারী ভ্রমণকারীদের ই-টোকেন বা পূর্ব-সাক্ষাৎকারের তারিখ ছাড়াই ভিসা দেবে ভারতীয় হাইকমিশন। পরীক্ষামূলকভাবে ভ্রমণে সক্ষম নারীদের জন্য ভারতীয় ভিসা প্রদানের স্কিম প্রবর্তনের অংশ হিসেবে এ ভিসা দেবে ভারত। এ পাইলট স্কিমটি শুধুমাত্র ৩-১৩ অক্টোবর (১১ দিন) পর্যন্ত ঢাকা ভিসা আবেদনকেন্দ্র, বাড়ি ১২, সড়ক ১৩৭, গুলশান-১ থেকে দেওয়া হবে। বুধবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীরা ভারতে গমনেচ্ছু তাদের সঙ্গী, পারিবারিক সদস্যদের পক্ষে ভ্রমণ ভিসা আবেদনও জমা দিতে পারবেন। তবে নারী আবেদনকারী এবং ভিসাপ্রার্থী তাদের পরিবারের সদস্যদের নিশ্চিত বিমান টিকিট থাকতে হবে যা ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশের সময় দেখাতে হবে। এ ছাড়া ভ্রমণের তারিখ অক্টোবর মাসেই হতে হবে এবং তা হবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসা আবেদন জমাদানের ৭ দিন পর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির মওসুমে ভারতীয় ভিসাপ্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছার নিদর্শন এটি।