দক্ষিণ কোরিয়ায় বুধবার একটি কঠোর ও নতুন দুর্নীতি বিরোধী আইন কার্যকর হয়েছে। আইনটি নি¤œ পর্যায়ের ব্যাপক দুর্নীতির মূলোৎপাটন করতে মাইলফলক হিসেবে কাজ করবে উল্লেখ করে অনেকে এর প্রশংসা করেছেন।
সুপ্রীম কোর্টের সাবেক বিচারক কিম ইয়ং-রান এ আইনের খসড়া তৈরি করেন। তাই এটি কিম ইয়ং-রান আইন নামে পরিচিত। দেশের প্রায় চার লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা এ আইনের আওতায় পড়বে।আইনের লক্ষ্য হচ্ছে-ছেলেমেয়েদের ভাল গ্রেড পাইয়ে দেয়ার জন্য ঘুষ খাওয়া শিক্ষক, দেশে নিজের নাম যশ প্রচার করার শর্তে কারো কাছ থেকে ঘুষ নেয়া সাংবাদিক ও আমলাতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেয়া কর্মকর্তাদের বিচারের আওতায় আনা। দেশটিতে এখন ৫০ হাজার ওন (৪৫ ডলার) বা এর চেয়ে বেশি মূল্যের উপহার এবং ৩০ হাজার ওন বা এর চেয়ে বেশি মূল্যের খাবার গ্রহণ নিষিদ্ধ।