গুলশানের কায়দায় ভারতে হামলার ছক কষছিল গ্রেপ্তার জঙ্গিরা

0
243

%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0

জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা ঢাকার গুলশানের মতো একই কায়দায় ভারতে হামলার ছক কষছিল বলে তথ্য পাওয়ার দাবি করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।রাজ্য পুলিশের বরাত দিয়ে কলকাতা টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে বিচারক হত্যা মামলার আসামি জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদ- কার্যকর করা হলে ভারতে ওই হামলার পরিকল্পনা ছিল তাদের।

সম্প্রতি পশ্চিমবঙ্গ ও আসাম থেকে গ্রেপ্তার ছয় জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই হামলা পরিকল্পনার তথ্য জেনেছে বলে প্রতিবেদনে লেখা হয়েছে।২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। ওই হত্যা মামলায় জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইসহ ছয়জনের ফাঁসি কার্যকর হলেও পলাতক থাকায় সে সময় বেঁচে যান আসাদুল ইসলাম আরিফ।২০০৭ সালে আরিফ ময়মনসিংগে গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়। গত অগাস্টে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিলে আরিফের জন্যও ফাঁসিকাষ্ঠ অনেকটা নিশ্চিত হয়ে যায়।পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, জেএমবির শীর্ষ কমান্ডার আরিফের মৃত্যুদন্ডের আদেশ হয়েছে। তার সাজা কার্যকরের সপ্তাহখানেকের মধ্যে হলি আর্টিজান বেকারির মতো হামলার পরিকল্পনা করছিল নিষিদ্ধ সংগঠনটি।গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বিদেশিসহ ২২ জন নিহত হন।

টেলিগ্রাফ লিখেছে, সন্দেহভাজন ছয় জঙ্গির মধ্যে উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার আনোয়ার হোসেন ফারুক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, তার বাংলাদেশি সহযোগীদের সঙ্গে ভারতে সালাউদ্দিন নামের সংগঠনের এক শীর্ষ নেতার যোগাযোগ রয়েছে। হামলায় ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক সংগ্রহরে দায়িত্ব দেওয়া হয়েছে সালাউদ্দিনকে।এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, আরিফের মৃত্যুদন্ডের প্রতিশোধ হিসেবে জেএমবি এই হামলার মধ্যে দিয়ে নিজেদের অবস্থান জানান দেওয়ার পরিকল্পনা করেছিল।জএমবির এই হামলার পরিকল্পনা তথ্য বাংলাদেশের কাউন্টার টেরোরিজম পুলিশের কর্মকর্তাদের জানানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা টেলিগ্রাফকে জানিয়েছেন। ২০০৫ সালে নিষিদ্ধ করার পরপরই বআংলাদেশের ৬৩টি জেলায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল জেএমবি। ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। কলকাতা পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া জঙ্গিদের মধ্যে তিনজন হলেন বাংলাদেশি নাগরিক, বাকিরা ভারতের।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাহিদুল শেখ ওরফে জাফর ওরফে জাবিরুল, আনোয়ার হোসেন ওরফে ফারুক ওরফে ইনাম ওরফে কালুভাই, মোহাম্মদ রফিক ওরফে রুবেল ওরফে পিচ্চি, মাওলানা ইউসুফ ওরফে বক্কর ওরফে আবু খেতাব, শাহিদুল ওরফে সূর্য ওরফে শামিম ও আবদুল কালাম ওরফে কলিম। এঁদের মধ্যে প্রথম তিনজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে এসটিএফ।

সোমবার কলকাতার লালবাজার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এই ছয় সন্দেহভাজন জঙ্গির গ্রেপ্তারের খবর জানান কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) ও এসটিএফের প্রধান বিশাল গর্গ। তিনি বলেন, আসাম ও পশ্চিমবঙ্গের একাধিক জায়গা থেকে এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে। এর মধ্যে পাঁচজন খাগড়াগড় বিস্ফোরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁদের ধরিয়ে দিতে ইতিপূর্বে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।সংবাদ সম্মেলনে এসটিএফের প্রধান বলেন, দুদিন আগে আসামের কাছাড় থেকে একটা জাল নোটের মামলায় জাহিদুল শেখকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়। লাগাতার জিজ্ঞাসাবাদে জাহিদুল বলেছেন, তিনি জেএমবির সঙ্গে যুক্ত। তাঁর কাছ থেকে বেশ কয়েকজন জেএমবি জঙ্গির খবর জানতে পারে এসটিএফ। সেই সূত্র ধরে রোববার নিউ কোচবিহার স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় আবদুল কালামকে। তারপর বনগাঁ থেকে আনোয়ার হোসেন ও মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করা হয়। বাকি দুজন মাওলানা ইউসুফ ও শাহিদুলকে গ্রেপ্তার করা হয় পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে।

ছয়জনকেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামী ৬ অক্টোবর পর্যন্ত তাঁদের রিমান্ডে বা পুলিশি হেফাজতে রাখার আদেশ দিয়েছেন আদালত। এসটিএফের দাবি, শাহিদুল জেএমবির উত্তর-পূর্ব ভারতের প্রধান হিসেবে কাজ করতেন।তাঁর বাড়ি আসামের বরপেটায়। আর গ্রেপ্তার হওয়া ইউসুফ হলেন শাহিদুলের সেকেন্ড ইন কমান্ড।এই জঙ্গিরা উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে নাশকতার পরিকল্পনা করছিলেন।প্রসঙ্গত, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে মজুত রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শাকিল গাজী ও করিম শেখ নামে দুজন নিহত হন। ওই ঘটনার তদন্ত শেষে ভারতের জাতীয় তদন্ত সংস্থা বলেছিল, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিদের আস্তানা ছিল খাগড়াগড়ের ওই বাড়িটি। নিহত দুজনও জেএমবির জঙ্গি।জাতীয় তদন্ত সংস্থা এই ঘটনায় করা মামলায় তিন দফায় দেওয়া অভিযোগপত্রে মোট ৩০ জনকে আসামি করে। তাঁদের মধ্যে ছয়জন বাংলাদেশি রয়েছেন। পলাতক ১০ আসামির মধ্যে সর্বশেষ পাঁচজন গ্রেপ্তার হলেন। গত ১৯ আগস্ট কলকাতার নগর দায়রা আদালতে মামলাটির বিচার শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here