মহিলা দলের সভাপতি হলেন আফরোজা আব্বাস

0
379

%e0%a6%86%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%be

বিএনপির নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন। মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগে তিনি এই কমিটির সহসভাপতি ছিলেন। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের জন্য মহিলা দলের পৃথক দু’টি কমিটিও ঘোষণা করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি অনুমোদন করেছেন।এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন নূরজাহান ইয়াসমিন। সহসভাপতি জেবা খান। সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক এবং হেলেন জেরিন খান যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুমতিক্রমে মঙ্গলবার এ কমিটিগুলো অনুমোদন দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি করা হয়েছে পেয়ারা মোস্তফাকে, সাধারণ সম্পাদক করা হয়েছে আমেনা বেগমকে।এ ছাড়া মেহেরুন নেছাকে সিনিয়র সহ-সভাপতি, রোকেয়া বেগম তামান্না ও রাবেয়া আলমকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।ঢাকা দক্ষিণের সভাপতি করা হয়েছে রাজিয়া আলিমকে, সাধারণ সম্পাদক করা হয়েছে শামসুন নাহার বেগমকে। সিনিয়র সহ সভাপতি করা হয়েছে আসমা আফরিনকে। সুরাইয়া বেগম ও রোকেয়া চৌধুরী বেবীকে করা হয়েছে যুগ্ম-সাধারণ সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here