বিএনপি নেতা হান্নান শাহ’র মৃত্যুতে গাজীপুর বিএনপি’র তিন দিনের শোক, জানাযা শুক্রবার

0
259

%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে গাজীপুরে তিন দিনের শোক ঘোষণা করেছে স্থানীয় বিএনপি। এছাড়া আগামী শুক্রবার গাজীপুরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানাগেছে।

গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল জানান, আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপি বুধবার থেকে গাজীপুরে তিন দিনের শোক ঘোষণা করেছে। এসময় দলের জেলা কার্যালয়সহ প্রতিটি উপজেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। টানানো হবে কালো পতাকা। এছাড়া ওই তিনদিন সকল নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ করার জন্য বলা হয়েছে। তার মৃত্যুতে গাজীপুর মহানগর জিয়া পরিষদের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে সকাল থেকে কোরআন তেলোয়াত করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে আগামি তিনদিন এ কোরআন তেলোয়াত করা হবে।

তিনি আরো জানান, বুধবার রাতে হান্নান শাহ-এর লাশ দেশে এসে পৌছাবে। আগামী শুক্রবার সকাল ৯টায় (সম্ভাব্য সময়) গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে বিএনপি নেতা হান্নান শাহ’র জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও বাদ জুম্মা গ্রামের বাড়ি কাপাসিয়ার ঘাগটিয়ার চালা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে বৃহস্পতিবার ঢাকায় তিনটি জানাযা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মহাখালী নিউ ডিওএইচএস-এ, সাড়ে ১১টায় সংসদ ভবনের সামনে এবং বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সিঙ্গাপুরের র‌্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালে স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি —– রাজিউন)।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here