অদ্য ২৬ সেপ্টেম্বর বিকাল ৩.৩০টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ২৮ সেপ্টেম্বর শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক “ প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন” ও “এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড” পুরস্কৃত হওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বর গণসংবর্ধনায় অংশগ্রহণের জন্য বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক চৌধুরী বলেন- বিশ্বমানবতার মুক্তি দাতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এই মুহুর্তে বিশে^ সবচেয়ে প্রাজ্ঞ, দূরদৃষ্টি সম্পন্ন, মানবিক এবং জনকল্যাণ মুখী নেতা। যিনি তার প্রিয় বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তার অনন্য নেতৃত্বগুনে বাংলাদেশ আজ বিশে^ ‘রোল মডেল’। বিশে^র বিস্ময়। এই বিশে^ তিনি আজ সবচেয়ে প্রশংসিত নেতা। বিশে^ তিনি আলোকিত এক অনুকরণীয় ব্যক্তিত্ব। বিশ^কে শান্তির পথ দেখাচ্ছেন। জনগণের অংশ গ্রহণমূলক উন্নয়ণের তিনি প্রবক্তা। তিনিই, তথ্য প্রযুক্তির মাধ্যমে দারিদ্র বিমোচন ও জনগণের ক্ষমতায়নের রূপকার। তিনি সুশাসনের মাধ্যমে ক্ষুধা, দারিদ্র মুক্তির পথদ্রষ্টা। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এখন কেবল বাংলাদেশের নন, সারা বিশে^র নেতা। এমন একজন নেতা যিনি তার অসাধারণ নেতৃত্ব গুনে একটি দেশকে অনন্য উচ্চতায় নিতে পারেন, তার উদাহরণ শেখ হাসিনা। একজন নেতা তার সাহসিকতায় ও নিষ্ঠায় কিভাবে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদকে দমন করতে পারেন, তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন নেতা তার দৃঢ়তায় এবং অবিচল প্রজ্ঞায় কিভাবে সব চাপ উপেক্ষা করে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার করতে পারেন, তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন নেতা তার ক্ষমতায় এবং দূরদৃষ্টিতে ক্ষুধা মুক্ত, খাদ্যে স্বনির্ভর একটি দেশ গড়তে পারেন, তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন নেতা তার সুচিন্তিত পরিকল্পনা ও বিচক্ষনতায় কিভাবে অর্থনৈতিক উন্নয়নের এক জাগরণ সৃষ্টি করতে পারেন, তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন নেতা তার অভিভাবক সুলভ ক্ষমতায় এবং সুদুরপ্রসারী চিন্তায় কিভাবে সার্বজনীন, মানসম্মত শিক্ষার আলো প্রজ্জলিত করতে পারেন গোটা দেশে, তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন নেতা তার মানবিকতায় এবং মমতায় কিভাবে সবার জন্য স্বাস্থ্যের প্রবেশদ্বার উদ্মোচিত করতে পারেন, প্রান্তিক মানুষের জন্য গড়তে পারেন কমিউনিটি ক্লিনিক, তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন নেতা তার স্বপ্রময়তায় এবং সংকল্পে কিভাবে একটি দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে পারেন, তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন মানব কল্যাণে এবং মানুষের প্রতি ভালবাসায় কিভাবে বিধবা ভাতা, বয়স্কভাতা, একটি বাড়ী একটি খামারের মতো জনকল্যাণমুখী কর্মসূচী নিতে পারেন তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন নেতা কতটা পরিবেশ বান্ধব এবং প্রকৃতি সচেতন হলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিতে পারেন যুগান্তকারী কর্মসূচী, তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন নেতা কতটা চিন্তাশীল এবং দেশ নিমগ্ন হলে জ¦ালানী নিরাপত্তা এবং বিদ্যুৎ স্ব নির্ভরতার মাইল ফলক স্পর্শ করতে পারেন তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন নেতা কতটা ক্রীড়াবান্ধব এবং ক্রীড়া প্রেমিক হলে দেশের খেলাধূলাকে বিশ^ উচ্চতায় নিয়ে যেতে পারেন তার উদাহরণ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একজন দার্শনিক, রাষ্ট্রচিন্তা বিদ, দূরদেশদর্শী, দেশদরদী, মানবিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। একবিংশ শতাব্দীতে বিশে^ যখন অর্থনৈতিক সংকটের আশংকা, তখন ত্রানকর্তা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, আশার আলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। একবিংশ শতাব্দীতে বিশে^ যখন সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ এবং উগ্রমৌলবাদের বিষবাম্প-তখন এ থেকে মুক্তির পথপ্রদর্শক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, জঙ্গীবাদ মোকাবেলার সফল রাষ্ট্র বাংলাদেশ। একবিংশ শতাব্দীতে যখন ক্ষুধার্ত মানুষের আর্তনাদ হাহাকার নতুন করে বাড়ছে, তখন ক্ষুধামুক্ত বিশে^র আকাংখার একমাত্র ভরসাস্থল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, ক্ষুধা যে দেশে হয়েছে নিরুদ্দেশ তার নাম বাংলাদেশ। ২০১১ সালে যুবলীগের চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘রাষ্ট্রনায়ক’ উপাধায় ভূষিত করেছিল। ২০১৬ জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেভাবে বিশ^সভাকে আলোকিত করেছেন, বিশ^ সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন, যেভাবে ‘বাংলাদেশ’ বিশে^ সমন্বিত ও টেকসই উন্নয়নের ‘মডেল’ হিসেবে ব্রান্ডিং হয়েছে, তাতে আজ বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে- ‘বিশ^মানবতার মুক্তিদাতা, বিশ^ নেতা’ অভিধায় ভূষিত করতে চায়। কারণ- ‘বিশ^ আজ অবাক বিস্ময়ে বাংলাদেশের সাফল্যে তাকিয়ে রয়। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ^ সভা জয়।’
সভাপতিত্ব করেন- ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এবং সভা পরিচালনা করেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ।
আরো বক্তব্য রাখেন- যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান আতা, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, শ্যামল কুমার রায়, কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম হাওলাদার, যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, নাজমুল হোসেন টুটুল, খোরশেদ আলম মাসুদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, গাজী সারোয়ার হোসেন বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান প্রমুখ।
বর্ধিত সভা শেষে যুবলীগের বিভিন্ন প্রকাশনা নিয়ে স্টলটি নিলামে উঠলে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত নাসিরাবাদ ইউনিয়ন যুবলীগের আহ্বায় মোঃ মনির হোসেন মোল্লা এক লক্ষ এক টাকায় সমস্ত প্রকাশনাগুলো ক্রয় করেন।
বর্ধিত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আগামী ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ের সামনে সকাল ১০টায় আলোচনা সভা ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্থ্যতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং দক্ষিণের আওতাধীন বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে পাঁচটি ট্রাকে করে ৫০ হাজার প্যাকেট মিষ্টি বিতরণ করা হবে এবং ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আগমণ উপলক্ষ্যে তেজগাঁওস্থ র্যাংকস ভবন থেকে নবথিয়েটার হয়ে বিজয় স্মরণীর শেষ মাথা পর্যন্ত উভয় পার্শ্বে যুবলীগের নেতা-কর্মীদের স্বঃস্ফূতভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।