টঙ্গীর টাম্পাকো ফয়েলসে দুর্ঘটনায় কারখানা ও মালিকের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।তবে শ্রমিকদের বেতন, ক্ষতিপূরণ ও কারখানা মেরামতের জন্য ব্যাংক হিসাব থেকে অর্থ তোলা যাবে। কোন খাতে কী পরিমাণ ব্যয় হয়েছে, তা জানিয়ে মালিক কর্তৃপক্ষকে আদালতে প্রতিবেদন দিতে হবে। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।টাম্পাকো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে এবং তহবিল সংগ্রহে কারখানা মালিকের ব্যাংক হিসাব জব্দের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে ১৯ সেপ্টেম্বর একটি রিট আবেদন করে তিনটি সংগঠন।সংগঠন তিনটি হলো বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
রিট আবেদনে আরও কয়েকটি বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। আবেদনের ওপর শুনানি নিয়ে আজ আদেশ দেন আদালত।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী শরীফ ভূঁইয়া। সঙ্গে ছিলেন আইনজীবী সারা হোসেন ও তানিম হোসেইন। মালিকপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের মালিকানাধীন ওই কারখানায় ১৬ দিন আগে অগ্নিকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনের লাশ পাওয়া গেছে।তবে শ্রমিকদের ক্ষতিপূরণ ও বেতন ভাতার অর্থ ওই অ্যাকাউন্ট থেকে তুলতে বাধা নেই বলে আদালত জানিয়েছে। পাশাপাশি এই তিন খাতে এ পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে তা প্রতিবেদন আকারে জানাতে কারখানা মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই কারখানায় হতাহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুলও দিয়েছে আদালত। শ্রম ও কর্ম সংস্থান সচিব, পুলিশ মহাপরিদর্শক, কারখানা মালিক মকবুল হোসেনসহ ১৯ জনকে এর জবাব দিতে হবে।
আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার তানিম হোসেন শাওন। কারখানার মালিকপক্ষে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার।অগ্নিকান্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল্যাস্ট) ও আইনও সালিশ কেন্দ্র (আসক) এবং পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি গত ১৯ সেপ্টেম্বর হাই কোর্টে এই রিট আবেদন করে।
গত ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর আগুন ধরে ছাদের একটি অংশ ধসে পড়ে। ওই ঘটনার পর মালিকপক্ষ নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেয়। এছাড়া লাশ বহনের জন্য জেলা প্রশাসন ২০ হাজার টাকা করে দেবে বলে জানায়।টাম্পাকোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার মালিক মকবুল হোসেনের বিরুদ্ধে ইতোমধ্েয থানায় দুটি মামলা হয়েছে। দুর্ঘটনার পেছনে কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথাও বলা হয়েছে গাজীপুরের পুলিশের পক্ষ থেকে।এদিকে,গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকান্ডের ১৬ দিন পর ধ্বংসস্তূপে আরও তিনটি কঙ্কাল পেয়েছেন উদ্ধারকর্মীরা।গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আখতারুজ্জামান জানান, সোমবার বেলা সাড়ে ১১টা ও ১টার দিকে উদ্ধার করাদেহাবশেষগুলোর পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেননি।এ নিয়ে ১০ সেপ্টেম্বর টঙ্গীর বিসিক শিল্পনগরীতে টাম্পাকো কারখানায় অগ্নিকান্ডের ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়াল।ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, কারখানার ধ্বংসস্তূপ সরানোর একপর্যায়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ দল তিনটি কঙ্কালের সন্ধান পায়।
সোমবার পাওয়া তিনজনের মধ্যে একজনের কাছে থাকা কাগজপত্র দেখে তাকে করখানার নিখোঁজ অপারেটর চুন্নু মোল্লা বলে ধারণা করা হচ্ছে।লাশ কঙ্কাল হয়েছে কিভাবে, পুড়ে নাকি পচে, সে বিষয়ে কিছু বোঝা যাচ্ছে না বলে তিনি জানান।এর আগে গত শনিবারও ধ্বংসস্তূপ থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়।দুর্ঘটনার পর উদ্ধার ৩৮ লাশের মধ্যে ৯ জন শনাক্ত হয়নি। অন্যদিকে নিখোঁজের তালিকায় রয়েছে ১১ জনের নাম।টঙ্গী থানার এসআই ট্যাম্পাকো দুর্ঘটনা মামলার তদন্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, লাশের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের আপনজনদের ডিএনএ সংগ্রহ করার কাজও চলছে।ডিএনও মিলিয়ে লাশ শনাক্ত করার প্রক্রিয়া চলমান বলে তিনি জানান।বয়লার বিস্ফোরিত হয়ে ওই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে বলা হলেও পরে কারখানার দুটি বয়লারই অক্ষত পাওয়া যায়।এরপর তিতাস কর্তৃপক্ষের তদন্ত কমিটির এক সদস্য ধারণা করছিলেন, অবৈধভাবে গ্যাস টেনে নেওয়ার জন্য ব্যবহৃত বুস্টার মেশিনের বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।পরে আবার কারখানায় থাকা রাসায়নিক থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করে তিতাসের তদন্ত কমিটি।টাম্পাকোয় অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় কারখানার মালিক সিলেট বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. মকবুল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।দুর্ঘটনার পেছনে কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথাও গাজীপুরের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আটক হয়নি।