জঙ্গি তৎপরতা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে : স্বরাষ্ট্রমন্ত্রী

0
131

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বজনদের কেউ দাবি নিয়ে না এলে গুলশান হামলার জঙ্গিদের মত বাকি জঙ্গিদের লাশও দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সচিবালয়ে অনেকেই রাতযাপন করেন, এমন ফাইন্ডিংস গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। রোববার (২৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২ অফিস সময়ের পর বিনা অনুমতিতে সচিবালয়ে রাত পর্যন্ত কেউ থাকতে পারবেন না বলে আদেশ জারি করে।

পাশাপাশি রাতে মন্ত্রণালয়ে অবস্থানকারীদের তালিকা চাওয়া হয় সব মন্ত্রণালয়ের কাছে।এ আদেশ জারির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাভাবিক কাজ-কর্মের যেন বিঘœ না হয়, সেজন্য আদেশটির সংশোধন আনা হয়েছে। মন্ত্রী এবং সচিবরা এ নির্দেশনার বাইরে থাকবেন।সংশোধিত আদেশ অনুসারে মন্ত্রী এবং সচিব যতোক্ষণ প্রয়োজন থাকতে পারবেন। পাশাপাশি মন্ত্রী এবং সচিবের দফতরের প্রয়োজনীয় সব কর্মকর্তা-কর্মচারীরাও থাকতে পারবেন।এছাড়া অন্যরা অফিস সময়ের পর প্রয়োজনে থাকতে চাইলে অনুমতি নিয়ে থাকতে হবে।

সচিবালয়ে নিরাপত্তা থ্রেট আছে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা থ্রেট নেই। তবে নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সচিবালয়ের ডিসিপ্লিন রক্ষার প্রয়োজন আছে। অকারণে কেউ অফিস সময়ের পর থাকতে পারবেন না।এদিকে কয়েকটি মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, অকারণে অনেক কর্মকর্তা রাতে দীর্ঘ সময় সচিবালয়ে থাকেন। গোয়েন্দাদের কাছ থেকে জানা গেছে, প্রায় প্রতিদিন বিকেলেও অনাকঙ্খিত দর্শনার্থীদের দেখা যায় সচিবালয়ের ভেতরে। তারা বিভিন্ন কর্মকর্তাদের কাছে আসেন।তিনি সাংবাদিকদের বলেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, এর মধ্যে যদি কোনো স্বজন না আসে তাহলে বাকি মৃতদেহগুলো আঞ্জুমানকে দাফনের জন্য দিয়ে দেওয়া হবে।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর কমান্ডো অভিযানে নিহত ৫ জঙ্গিসহ ছয় জনের লাশ গত ২২ সেপ্টেম্বর আঞ্জুমানের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।তার আগে দুই মাস ২২ দিন লাশগুলো রাখা ছিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে।মন্ত্রী বলেন, মৃতদেহগুলো দাফনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বারবার তাগাদা দিচ্ছিল। আমরা অপেক্ষা করেছি, কোনো স্বজন আসেননি। মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, এক জঙ্গির বাবা ঘৃণা-ক্ষোভ-দুঃখ নিয়ে বলছিলেন – ছেলের লাশ তিনি গ্রহণ করবেন না।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের মর্গে বর্তমানে মোট ১৪ জঙ্গির মৃতদেহ রয়েছে।

এদের মধ্যে কল্যাণপুরের জঙ্গি আস্তানায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত নয়জন, নারায়ণগঞ্জের পাইকপাড়ার অভিযানে নিহত নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীসহ তিনজন, মিরপুরের রূপনগরে অভিযানে নিহত একজন এবং আজিমপুর অভিযানে নিহত একজনের মৃতদেহ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here