পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন যশোরের ভবদহ অঞ্চলের হাজারো মানুষ। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এসময় হাজারো মানুষ স্লোগান দেন এবং বলেন, ভবদহের পার্শ্ববর্তী তিন উপজেলার কয়েক লাখ মানুষকে জলাবদ্ধতার হাত থেকে স্থায়ী মুক্তির পথ বের করতে হবে। প্রকল্পের টাকা লুটপাট কিংবা সাধারণ মানুষকে হয়রানি না করেই এ সমস্যার সমাধান করতে হবে। এজন্য ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর স্মারকলিপি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা সানা আবদুল মান্নান, শাহ মুকিত জিলানী, কামরুল হাসান প্রমুখ।
পাঁচ দফা দাবিগুলো হলো- ভবদহ স্লুইস গেট সংলগ্ন হরিহর নদী খননের জন্য অনতিবিলম্বে আরও একটি এক্সভেটারকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে আমডাঙ্গা খালের স্লুইস গেটের কপাটগুলো ত্রুটিমুক্ত করতে হবে। মাঘি পূর্ণিমার আগে বিল কপালিয়ার টিআরএম চালু করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমডাঙ্গা খাল প্রশস্তকরণ ও গভীর করার মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা করতে হবে। জলাবদ্ধ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত মানুষকে সর্বাত্মক সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
পানি নেমে যাওয়ার পরপরই জলাবদ্ধ এলকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের ব্যবস্থা করতে হবে।স্মারকলিপিতে বলা হয়েছে, গত দেড় মাস ধরে যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি রয়েছে। গত ৯ ও ২৪ আগস্ট প্রবল বর্ষণে কয়েক গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বাড়ি-ঘর, মাছের ঘের, কৃষি জমি, স্কুল-কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। গবাদি পশু নিয়ে মানুষ রাস্তার পাশে দিনযাপন করছেন। গত ঈদুল আজহার নামাজ পড়তে হয়েছে রাস্তায়। আসন্ন দুর্গা পূজা করার মতো কোনো জায়গা নেই। জলাবদ্ধতায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও সাপের কামড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।