নিরাপত্তাজনিত কারণে অফিস সময়ের পর সচিবায়লয়ে অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

0
173

x-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac

নিরাপত্তাজনিত কারণে অফিস সময়ের পর সচিবায়লয়ে অবস্থানে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে এখন থেকে অফিস সময়ের পর কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, দর্শনার্থীসহ কেউ–ই সচিবালয়ে অবস্থান করতে পারবেন না। রোববার (২৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র হওয়ায় জরুরি প্রয়োজনে অফিস সময়ের পরও কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী অফিসে কাজ করেন। আবার কিছু কর্মচারী বিনা অনুমতিতে সচিবালয়ে রাতেও অবস্থান করেন, যা কাম্য নয়।

বাংলাদেশ সচিবালয় সংরক্ষিত ও স্পর্শকাতর স্থাপনা তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া পূর্বানুমতি ব্যাতিত রাতে কেউ অবস্থান করতে পারবেন না। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হচ্ছে। এছাড়া রাতে সচিবালয়ে কোনো কর্মচারী অবস্থান করা অপরিহার্য হলে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। আর দীর্ঘদিন অবস্থানের প্রয়োজন হলে আগে অনুমতি নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here