যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের শপিং মলে হামলা চালিয়ে ৫ জনকে হত্যার ঘটনায় গ্রেফতার ২০ বছর বয়সী তরুণের নাম আরকান চেটিন। মার্কিন পুলিশের তরফ থেকে এমন দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় স্থানীয় সময় শনিবার(২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক টুইটে ওয়াশিংটন পুলিশ খবরটি নিশ্চিত করেছে। শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ওয়াশিংটন পুলিশ জানায়, হামলাস্থল থেকে ৩০ মাইল দূরের শহর ওক হারবার থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। হয়েছে। তাকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহভাজনের নাম আরকান চেটিন বলেও জানানো হয়।
চেটিনের ফেসবুক পেজ পরীক্ষা করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই তরুণ মূলত তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানা থেকে আগত। তবে সে ওক হারবারের একটি হাইস্কুলে পড়াশোনা করেছে। অবশ্য শুরুতে ওই তরুণকে হিস্পানিক বলে ধারণা করছিল পুলিশ। উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ক্যাসকেইড শপিং মলে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়। একজন হামলাকারীই শপিং মলের ওই বন্দুক হামলা চালিয়েছে বলে শুরু থেকেই সন্দেহ করে আসছে পুলিশ। শনিবার সকালে ওই ব্যক্তির বেশ কয়েকটি ছবি প্রকাশের পর তার খোঁজে অভিযান শুরু হয়। ছবিতে দেখা যায়, কালো হাফ হাতার শার্ট, শর্টস এবং জুতা পরা এক ব্যক্তি খালি হাতে ক্যাসকেইড শপিং মলে প্রবেশ করছে। পরে একটি ডিপার্টমেন্ট স্টোরে একটি রাইফেল নাড়াচাড়া করতে দেখা যায় তাকে।
এদিকে হামলাটি সন্ত্রাসী হামলা কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। শনিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর এক মুখপাত্র জানান, ‘এ ঘটনাটি সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত এটি সন্ত্রাসী হামলা হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।’
মিনেসোটা অঙ্গরাজ্যের বিপণি বিতানে এক ব্যক্তির ছুরিকাঘাতে নয়জন আহত হওয়ার এক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনের বার্লিংটনে এ ঘটনা ঘটল। মিনেসোটার ঘটনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা ধরে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এফবিআই। সূত্র: ওয়াশিংটন পোস্ট