রামপাল নিয়ে ইউনেস্কোর আপত্তিকে গুরুত্ব দিচ্ছে সরকার

0
346

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসম্প্রতি নির্মাণাধীন বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে, নতুন বিদ্যুৎ নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত দিক নিরূপণে, সরকার আগের চেয়ে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাব শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময়, রামপাল নিয়ে আপত্তি জানিয়ে ইউনেস্কোর দেয়া প্রতিবেদনটিও গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমরা যে পাওয়ার প্ল্যান্টগুলো করতে যাচ্ছিলাম এবং যাচ্ছি সেখানে বিভিন্নভাবে বিভিন্নদিক থেকে সমালোচনা হয়ে আসছে। সেগুলোকে আমরা বিবেচনা করছি দেখেই আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখতে যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘ইউনেস্কোর রিপোর্ট আমরা অনেক আগেই পেয়েছি এবং ইউনেস্কো যেটা বলতে চাচ্ছেন সে বিষয়গুলোতো বিভিন্ন একটিভিস্টরা বলেও আসছেন এবং আমরা চাচ্ছি ইউনেস্কো আশা করছেন যে তাদের যে সব বিষয়ে প্রশ্ন আছে সেগুলো আমরা কিভাবে পূরণ করবো। আমাদের জবাবটা পরিবেশ মন্ত্রণালয় দেবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here