কুষ্টিয়ায় আ. লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

0
245

%e0%a6%95%e0%a7%81%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুইগ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে আরো ২০ জন। প্রাথমিকভাবে নিহতদের নাম ইমান আলী ও শাহাবুদ্দিন বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে শনিবার সকাল ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। পুলিশ জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলীর সমর্থকদের সঙ্গে একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছে। এর আগেও তাদের দুই গ্রুপে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারই জের ধরে আজ সকালে কেরামত আলীর সমর্থকেরা জোট বেঁধে বখতিয়ার হোসেনের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে ইমান আলী ফলা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সকাল ৯টার দিকে শাহাবুদ্দিন নামে আরও একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here