সিরিয়ার সামরিক বাহিনী পূর্বাঞ্চলের আলেপ্পোতে নতুন অভিযানের ঘোষণা দিয়েছে। এ নগরীতে প্রায় ২৫ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে রয়েছে।সেনা কর্মকর্তারা বলেছেন, সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে এমন এলাকা বেসামরিক লোকদের এড়িয়ে চলা উচিত। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে গত বুধবার রাতে নগরীতে বিদ্রোহীদের অবস্থানের ওপর বিমান থেকে গোলা নিক্ষেপের পর এ ঘোষণা দিল সিরীয় সেনাবাহিনী। হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে খবর বেরিয়েছে।নতুন অভিযানে স্থল সৈন্যরা অংশ নেবে কিনা তা স্পষ্ট নয়।
এদিকে ভেঙে যাওয়া অস্ত্রবিরতির বিষয়টি পর্যালোচনা করতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনা কোন ধরণের অগ্রগতি ছাড়াই ভেস্তে গেছে।সিরিয়া সরকারকে সমর্থন করে রাশিয়া। আর বিরোধীদের সমর্থন দেয় যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেন, ওয়াশিংটনই কেবল শান্তির দরজা খুলে রাখার চেষ্টা করতে পারে না। যুক্তরাষ্ট্র চায়, যুদ্ধবিমান ঘাঁটিতে রাখতে সিরীয় সরকারকে রাশিয়ার চাপ দেয়া উচিত।কেরি বলেন, তিনি শুক্রবার ফের রাশিয়ার দলের সঙ্গে আলোচনা করবেন।নতুন অভিযানের উদ্ধৃতি দিয়ে সেনা কর্মকর্তারা জানান, বিদ্রোহীসহ যে কারোর নগরী ত্যাগ করার জন্য এক্সিট পয়েন্ট রয়েছে।