সুশিক্ষিত সন্তান কখনো সন্ত্রাস বা জঙ্গীবাদের পথে যায় না : উপাচার্য ড. হারুন-অর-রশিদ

0
382

gazipur-1-22-september-2016-nu-1

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, কোন সন্তানই সন্ত্রাসী বা জঙ্গী হিসেবে জন্ম গ্রহণ করেনা। দুষিত পরিবেশ তাদের বিপথগামী করে। প্রত্যেকটি সন্তান যাতে সুশিক্ষিত ও সুসন্তান হিসাবে গড়ে উঠতে পারে সেক্ষেত্রে পিতা মাতার মনোযোগ ও যতেœর কোন বিকল্প নেই। মনে রাখা দরকার সুশিক্ষিত সন্তান কখনো সন্ত্রাস বা জঙ্গীবাদের পথে যায় না। বৃহস্পতিবার বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীগন পোষ্যদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষা সহায়ক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আসলাম ভূঁইয়া, ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। এবছর ১২৪ জন পোষ্যদের প্রত্যেককে ১২ হাজার টাকা হতে ১৮ হাজার টাকা করে সর্বমোট ১৬ লাখ ৪৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here