ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ১৯

0
339

%e0%a6%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8

পশ্চিম ইয়েমেনের একটি বাড়িতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনীর বিমান হামলায় অন্ততপক্ষে ১৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, হাসপাতাল সূত্রগুলো ও কর্মকর্তারা।বুধবার লোহিত সাগরের তীরবর্তী বন্দর শহর হোদেইদাহতে প্রেসিডেন্টের একটি প্রাসাদে আরব জোটের বিমানগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

হুতি বেসামরিক বাহিনীর এক নেতা পরিবার নিয়ে প্রাসাদটিতে বসবাস করতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।প্রসাদ লক্ষ করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি প্রাসাদ সংলগ্ন শ্রমিকদের একটি আবাসিক এলাকার বাড়িতে আঘাত করলে ১৯ বেসামরিক নিহত হন এবং বহু মানুষ আহত হন বলে জানিয়েছেন হোদেইদাহ প্রদেশের ডেপুটি গভর্নর হাশিম আজাজি।ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা তখনও লাশ উদ্ধারে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছেন তিনি।আক্রান্ত প্রাসাদটিতে বসবাসকারী হুতি নেতা আলি আল আহমেদ এক ট্যুইটে জানিয়েছেন, হামলা থেকে বেঁচে গিয়েছেন তিনি।

এ হামলার বিষয়ে মন্তব্যের জন্য জোট বাহিনীর এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সৌদি কর্মকর্তারা দাবি করেছেন, আরব জোট বাহিনীর বিমানগুলো শুধু ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালায়।ইয়েমেনের স্কুল, হাসপাতাল, বাজার ও ব্যক্তিগত বাড়িতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সর্বশেষ ঘটনা বুধবারের হামলা।আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের দ্বন্দ্বের ফলশ্র“তিতে শুরু হওয়া এই যুদ্ধের কারণে ইয়েমেনের ২২টি প্রদেশের মধ্যে প্রায় অর্ধেক দুর্ভিক্ষের প্রান্তে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here