স্পাইসজেটের নতুন হাব কলকাতা, ফ্লাইট আসবে ঢাকা-চট্টগ্রামে

0
261
SpiceJet ROJ 737 MAX8 Artwork K66053
SpiceJet ROJ 737 MAX8 Artwork K66053
SpiceJet ROJ 737 MAX8 Artwork

ভারতের প্রাইভেট এয়ারলাইন্স ‘স্পাইসজেট’ কলকাতা থেকে বাংলাদেশে প্রতিদিন ফ্লাইট চালাবে। ডিসেম্বর থেকে কলকাতা-ঢাকা-কলকাতা ও কলকাতা-চট্টগ্রাম-কলকাতা রুটে এ দু’টি ফ্লাইট চলাচল করবে। সস্তা ভাড়ার বা ‘বাজেট এয়ারলাইন্স’ হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে স্পাইসজেট। পশ্চিমবঙ্গ সরকার সাশ্রয়ী জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ায় স্পাইসজেট কলকাতায় এয়ারলাইন্সটির একটি হাব তৈরি করবে। ঢাকা-চট্টগ্রাম ছাড়াও পশ্চিমবঙ্গের রাজধানী থেকে আন্তর্জাতিক রুটে ইয়াঙ্গুন-দুবাই-শারজার গন্তব্যে এবং অভ্যন্তরীণ রুটে ভারতের পূর্বাঞ্চলের কয়েকটি নগরীতেও ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে স্পাইসজেট।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অর্থমন্ত্রী অমিত মিত্রের সাশ্রয়ী মূল্যে জেট ফুয়েল দেওয়ার আশ্বাস পেয়েই নতুন এ পরিকল্পনা ঘোষণা করেন এয়ারলাইন্সটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অজয় সিংহ। মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকের পর সোমবার (১৯ সেপ্টেম্বর) অজয় সিংহ জানান, কলকাতা-ঢাকা-কলকাতা ও কলকাতা-চট্টগ্রাম-ঢাকা রুট কলকাতা থেকে স্পাইসজেটের নতুন সাতটি গন্তব্যের দু’টি। বাকি পাঁচটিই তাদের অভ্যন্তরীণ রুট। শিলচর, আইজল, গৌহাটি, গোরক্ষপুর ও ভাইজ্যাগের নতুন গন্তব্যগুলোতে আগামী ০৪ অক্টোবর থেকেই এসব ফ্লাইট চলবে, যা হবে দুর্গো‍ৎসবের আগ মুহূর্তে কলকাতাবাসীর জন্য পূজার উপহার।

রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্নে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অর্থমন্ত্রী অমিত মিত্র তাদের নতুন রাজস্ব নীতিতে জেট ফুয়েলে নতুন কর রেয়াতের ঘোষণা দেন। অর্থমন্ত্রী জানান, কলকাতা থেকে নতুন ও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান জ্বালানির জন্য ৩০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।

ভারতের নগরীগুলোর মধ্যে সর্বনিম্ন এ কর রেয়াত সুবিধা নিয়ে স্পাইসজেটের কর্নধার অজয় সিংহ কলকাতায় এয়ালাইন্সটির নতুন হাব চালুর ঘোষণা দেন। সুদুরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম রুটে ডিসেম্বর থেকে দৈনিক সরাসরি চালু হচ্ছে বলে জানান তিনি।

‘আকাশপথে সেবা সম্প্রসারণের অংশ হিসেবে ইয়াঙ্গুন, দুবাই, সারজা অভিমুখেও নতুন ফ্লাইট চালু করবো আমরা। ব্যাংকক গন্তব্যে নভেম্বর থেকে দ্বিতীয় ফ্লাইট চলবে। কলকাতা থেকে জয়পুর রুটে সেবা শুরু হবে অদূর ভবিষ্যতে’- বলেন অজয় সিংহ। সামনের ও বিদ্যমান সব সেবা হবে সাশ্রয়ী মূ্ল্যের এবং তা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক- কলকাতা থেকে উভয় রুটের জন্যই প্রযোজ্য বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী অমিত সিংহ জেট ফুয়েলে রাজ্য সরকারের নতুন শুল্ক সুবিধা সম্পর্কে বৈঠকে জানান, এটি অন্য রাজ্যের তুলনায় অনেক কম। দিল্লিতে এ হার ২০ শতাংশ এবং মুম্বাইয়ে ২৫ শতাংশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ সুবিধা গ্রহণ করে দেশের পূর্বাঞ্চল, বিশেষত কলকাতা থেকে ইউরোপে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানান স্পাইসজেটকে।

‘কলকাতা থেকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি রুটে সরাসরি ফ্লাইট চালু হলে অনেক যাত্রী পাবে স্পাইসজেট। আমাদের যাত্রীরা এসব দেশে যেতে অন্য শহর থেকে ফ্লাইটে ওঠে। সরাসরি চালু হলে আমাদের শিক্ষার্থীরাও ইউরোপে যেতে পারবে’- অজয় সিংহকে বলেন মমতা। এ ব্যাপারে সরকার সহায়তা দেবে বলেও আশ্বস্ত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন বিষয়ক পাক্ষিক পত্রিকা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমও বৈঠকে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here