জিয়ার পদক সরিয়ে সরকার নিজেই ছোট হয়েছে: বিএনপি

0
0

বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়ার স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে কিংবা জিয়ার কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে সরকার নিজেই নিজেকে ছোট করছে, সংকীর্ণ করছে। সরকারের এসব কর্মকান্ডের কারণে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ কথা বলেন।সরকার জিয়ার স্বাধীনতা পদক বাতিল করেছে। জাদুঘর থেকে সেই পদকও সরিয়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল বলেছেন, জিয়ার কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যের বিষয় গণবিরোধী সরকার, মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে যাওয়া সরকার স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পদক সরিয়ে নিয়েছে। গতকালও একজন মন্ত্রী কবর সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, পদক বা কবর সরিয়ে জিয়াকে ছোট করা যাবে না। কেননা তিনি ১৬ কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন।ওই কবরে জিয়ার মরদেহ আছে কি না- সে বিষয়ে সন্দেহ প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ডিএনএ পরীক্ষার দাবি তোলার পরদিন ফখরুলের এই প্রতিক্রিয়া এল। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিতে যান মির্জা ফখরুল।আমরা স্পষ্টভাবে জানাতে চাই, জিয়াউর রহমান সাহেবের পদক সরিয়ে নিয়ে অথবা তার মাজার সরিয়ে নিয়ে তাকে ছোট করা যাবে না। এই বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ে অবস্থান করেন।১৯৭৫ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হওয়ার পর এক পর্যায়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সেনা সদস্যদের হাতে নিহত হন তিনি। পরে ঢাকার শেরেবাংলা নগরে সংসদ ভবন কমপ্লেক্সের মধ্যে তাকে সমাহিত করা হয়।

বৃহস্পতিবার এক আলোচনা সভায় মন্ত্রী মোজাম্মেল হক বলেন, জাতীয় সংসদ পবিত্র জায়গা। এখানে কী আছে কে জানে, কুকুর-বিড়াল না কি কে জানে? আমি বলছি, এখানে জিয়াউর রহমানের দেহ নেই।আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ডিএনএ টেস্ট করান। যদি সেখানে জিয়ার দেহ থাকে, তাহলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইব।ওই এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় সংসদের নকশা ভেঙে সেখানে তার কবর হয়েছে।সরকারের এ অবস্থানের সমালোচনা করে ফখরুল বলেন, আমরা মনে করি, এই ধরনের কর্মকা-, এই ধরনের সিদ্ধান্ত শুধু তাদেরকেই (ক্ষমতাসীন সরকার) আরও ছোট করবে, সংকীর্ণ করবে এবং জনগণ থেকে আরও বিচ্ছিন্ন করবে।

জিয়াকে দেওয়া মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার করে নেওয়ারও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ছাড়াও মহিলা নেত্রী রেহানা আখতার রানু, বিলকিস জাহান শিরিন, হালিমা নেওয়াজ আরলী, ফরিদা ইয়াসমীন এ সময় ফখরুলের সঙ্গে ছিলেন। তারা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন।১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা মহিলা দল এবার তাদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here