উ. কোরিয়া সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা চালিয়েছে: দক্ষিণ কোরিয়া

0
0

%e0%a6%89-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%9c-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3

উত্তর কোরিয়া শুক্রবার (৯ সেপ্টেম্বর) তাদের এ যাবতকালের সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। সেইসঙ্গে এটি উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক পরীক্ষা বলেও দাবি করা হয়েছে। শুক্রবার উত্তর কোরিয়ায় ৫.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানদের পক্ষ থেকে এ দাবি করা হয়। অবশ্য, উত্তর কোরিয়া এখন পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করেনি। এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে জাপান। আর যুক্তরাষ্ট্র বলছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দাবি, এ ভূকম্পনটি কৃত্রিম। পারমাণবিক পরীক্ষা চালানোর সময়ই এ কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী যে স্থানটিতে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে সেখানে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকে। ইউএসজিএস-এর তথ্যমতে, ‘বিস্ফোরণ’ থেকে ওই কম্পন অনুভূত হয়েছে। তবে এটি কোন ধরনের বিস্ফোরণ তা নিশ্চিত না করলেও ইউএসজিএস বলছে, ‘পারমাণবিক বোমা বা একই ধরনের কোনও বোমার বিস্ফোরণের কারণে এ কম্পন হতে পারে’।

%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95

উত্তর কোরিয়ায় ভূমিকম্প শনাক্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানরা একটি বিবৃতি দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়নহাপ নিউজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা হিসেব করে দেখেছি, উত্তর কোরিয়া তাদের এ পর্যন্ত চালানো পারমাণবিক পরীক্ষাগুলোর মধ্যে এবার সবচেয়ে বড় পরীক্ষাটি চালিয়েছে। এ পারমাণবিক পরীক্ষার জন্য ১০ কিলোটন উপকরণ ব্যবহার করা হয়েছে, যা জানুয়ারিতে উত্তর কোরিয়ার চালানো পারমাণবিক পরীক্ষার তুলনায় দ্বিগুণ শক্তিশালী।’

এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘উত্তর কোরিয়া যদি পারমাণবিক পরীক্ষা চালিয়ে থাকে তবে আমরা তা একেবারেই উপেক্ষা করতে পারি না। আমাদেরকে কঠোরভাবে প্রতিবাদ করতে হবে।’ আর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা খবরটি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, শুক্রবার (৯ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার জাতীয় দিবস। এ দিনটিকে দেশের নেতৃত্বের শাসন শুরু হওয়ার দিন হিসেবে উদযাপন করা হয়। পাশাপাশি নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করতে এ ধরনের দিবসকে কাজে লাগায় উত্তর কোরিয়া। জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দ. কোরিয়ায় উচ্চতর ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব বলে মনে করে।

শুক্রবারের ‘বিস্ফোরণের’ আগ পর্যন্ত চারটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর শুক্রবারের খবরটি নিশ্চিত হলে তা হবে পঞ্চম পারমাণবিক পরীক্ষা। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। আর এ পরীক্ষার প্রতিক্রিয়ায় ২ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার ওপর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞায় প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় যাওয়া বা দেশটি থেকে আসা সব কার্গো জাতিসংঘের সদস্য দেশ কর্তৃক তল্লাশি করার বিধান রাখা হয়। সেই সাথে নতুন করে ১৬ জন ব্যক্তি এবং ১২টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়। এছাড়া উত্তর কোরিয়ার ওপর আরোপ করা চলমান অস্ত্র নিষেধাজ্ঞাকে বিস্তৃত করে দেশটির কাছে ক্ষুদ্র আকারের অস্ত্র বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপরও বিভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here