রাজশাহীর তানোরে স্কুলের ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরির ঘটনায় ১ মাস ১১ দিন পর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত বিভিন্ন স্কুল-কলেজ পড়–য়া ১০জন ছাত্রকে চুরি হওয়া ল্যাবটপসহ এবং এক স্থানীয় এক তালা চাবির মেকানিক্সকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। মঙ্গলবার সকালে উদ্ধার হওয়া ল্যাপটপসহ আটককৃতদের গণমাধ্যম কর্মীদের সামনে আনা হয়। জানা যায়, সোমবার দিনগত রাতে ওই স্কুলের দশম শ্রেণীতে পড়–য়া ছাত্র ফিরোজ কবির সাগরকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করার পর তার দেয়া তথ্য অনুযায়ী তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম ও তদন্ত(ওসি) আব্দুস সবুরের পরিকল্পনা ও নির্দেশনায় মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই রুবেলের নেতৃত্বে মঙ্গলবার সারারাত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর ও ক্রেতাসহ চুরি হওয়া ল্যাপটপগুলো উদ্ধার করতে সক্ষম হয় থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ল্যাপটপ চোর উপজেলার বিলশহর গ্রামের চুরি হওয়া স্কুলের দশম শ্রেণীর ছাত্র ফিরোজ কবির সাগর(১৮), তানোর কলেজের ছাত্র রায়হান কবির(২০), মিনহাজুল আবেদীন পলাশ(২১) এবং চুরি হওয়া ল্যাপটপ ক্রেতা চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড়বাড়ি মহাজনপাড়ার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র আতিকুর রহমান(১৮), একই উপজেলার কানসাট গ্রামের বড়াই কলেজের ছাত্র মুমিন(২০), একই গ্রামের একই কলেজের ছাত্র রাজু আলী(২১), দৌলতপুর গ্রামের শিবগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র রুম্মন(২৩), একই গ্রামের কলেজ পড়–য়া ছাত্র ইব্রাহিম(২১), বালিয়াদিঘী গ্রামের চাঁপাই নবাবগঞ্জ সরকারী কলেজ ছাত্র মোশারফ হোসেন(২১), শিবগঞ্জ গ্রামের রাজশাহী নিউ ডিগ্রী কলেজ ছাত্র মোজাম্মেল হক শুভ(১৮)। এছাড়াও উপজেলার গোল্লাপাড়া বাজারের তালা চাবির মেকানিক্স শ্রী ময়না চন্দ্রকে(৫২) আটক করে থানা হেফাজতে নেয়া হয়। তবে এখনও আরেক ল্যাপটপ চোর তানোর উপজেলার বিলশহর গ্রামের রাজশাহীর মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় পড়–য়া ছাত্র ইয়াসিন আলী(২২) পলাতক রয়েছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, উপজেলার বিলশহর গ্রামের বাসিন্দা নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়–য়া ছাত্র ফিরোজ কবির ওরফে সাগর সহ পার্শ্ববতী গ্রামের ৩ জন বন্ধু মিলে নিজেদের ইচ্ছায় কম্পিউটার ল্যাব ঘর থেকে ল্যাবটপ চুরির পরিকল্পনা করে। পরে স্কুলের ল্যাব ঘরের তালার চাবির নমুনা কৌশলে সাবানে ছাপ নেয়। এরপর গোপনে ওই চাবির ছাপ দেখিয়ে তানোর সদরের গোল্লাপাড়া বাজারস্থ তালা চাবির মেকানিক্স ময়নাকে বেশি টাকার লোভ দেখিয়ে হুবহু চাবি তৈরি করা হয়।
ওসি আরও জানান, পূর্ব পরিকল্পনা মোতাবেক চলতি বছরের ২৬ জুলাই দিবাগত রাতে ল্যাব ঘরের তালা খুলে ১৬টি ল্যাপটপ চুরি করা হয়। কিন্তু নাইটগার্ড ঘটনার সময় অন্য ঘরে ঘুমিয়ে থাকে। ঘটনার পরদিন সকালে ২৭ জুলাই চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড়বাড়ী মহাজনপাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র কলেজ পড়–য়া ছাত্র আতিকুর রহমান শাউনের কাছে এসব ল্যাবটপ ৪৪ হাজার টাকায় বিক্রি করে ইয়াসিন ও তার বন্ধুরা। পরে শাওন তার কলেজ পড়–য়া বন্ধু শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ইব্রাহিম, রাজু, শুভ, মমিন ও রুমন সহ বেশ কয়েক জনের কাছে ৫ থেকে ৮ হাজার টাকা করে নিয়ে ল্যাপটপগুলো বিক্রি করে দেয়।
প্রসঙ্গ, চলতি বছরের ১২ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় তানোর উপজেলার মাত্র দুইটি স্কুলসহ একযোগে শতাধিকের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদুটি বিদ্যালয়ের মধ্যে উপজেলার নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়। তবে গত ২৬ জুলাই উপজেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষা শেষে ২৭ ও ২৮ জুলাই স্কুল ছুটি ঘোষনা দিয়ে স্কুল বন্ধ করে চলে যান স্কুল কতৃপক্ষ। ছুটি শেষে ৩০ শে জুলাই সকালে স্কুল খোলার পর কম্পিউটার শিক্ষিকা সুলতানা রাজিয়া কম্পিউটার ল্যাব ঘরের তালা খুলে দেখেন ঘরে কোন ল্যাপটপ নেই। ওই ঘটনায় ওইদিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পরদিন এঘটনায় স্কুলের নাইট গার্ড জাহাঙ্গীর আলম ও পিয়ন রফিকুলকে আটক করে তিনদিনের রিমান্ডে নেয় তানোর থানা পুলিশ। তারা এখনও জেল হাজতে রয়েছে।#
মিজানুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি