জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পাবনা জেলার কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে শহরের আব্দুল হামিদ রোডে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে আশরাফিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুর রহমান কাশেমির সভাপতিত্বে বক্তব্য দেন চাটমোহর মোহাম্মদপুর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ইব্রাহিম খলিল, শিক্ষক মুফতি নাজমুল হাসান, মাওঃ রবিউল ইসলাম,মাওঃ শরিফ,মাওঃ শামসুদ্দিন, মাওঃ রাকিব, মাওঃ ইউসুফ জালালী, সহ অনেকে। বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ চিরতরে উপড়ে ফেলতে বিভিন্ন পেশাজীবি, কর্মজীবি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভাবে ভূমিকা রাখার আহবান জানান। মানববন্ধনে জেলার সকল কওমী মাদ্রাসার শতাধীক শিক্ষক ও শিক্ষার্থীরা।
পাবনা প্রতিনিধি