চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রানা প্লাজায় আহত.শিউলী খাতুন(৩২)কে ৪০ হাজার টাকার চেক প্রদান করেছে বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাক। চেক গ্রহীতা শ্রমিক শিউলী খাতুন নাচোল উপজেলার ৪নং নেজামপুর ইউনিয়নের দোগাছি গ্রামের মুনছুর আলীর মেয়ে।
বুধবার সকাল পোনে ১০ টায় নাচোল ব্র্যাক অফিসে জেলা আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল মালেক আকন্দ’র সভাপতিত্বে চেক বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নইম মুন্নি, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, ব্র্যাক জেলা প্রতিনিধি সাহানুর সুলতান, নাচোল ব্র্যাক এলাকা ব্যবস্থাপক দাবী মুসলিম উদ্দিন, ব্যবস্থাপক হাবিবুর রহমান হাবিব, ব্যবস্থাপক (শিক্ষা) আব্দুল জাব্বার সহ স্থানীয় গন মাধ্যম কর্মীরা। উল্লেখ্য যে,শিউলী স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছি হওয়ায় শেষ পর্যন্ত সাভারের রানা প্লাজায় নারী শ্রমিকের চাকুরীনেন। রানা প্লাজা ধসে আহত নারী শ্রমিক শিউলী খাতুন প্রায় ৩ ঘন্টা আটকে থাকার পর উদ্ধার হয়। এঘটনায় বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাক তাকে ৯০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।
মোঃ নাসিম আলী, নাচোল ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি