মানবাধিকার লংঘনের অভিযোগ তোলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গালমন্দ করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। গালমন্দ করার কথা শোনার পর লাওসে হতে যাওয়া আসিয়ান সম্মেলনে দু’দেশের প্রেসিডেন্টের বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। ফিলিপিন্সের মাদক সম্রাটদের বিচার বর্হিভূত হত্যার ইস্যুটি আসিয়ান সম্মেলনে উপস্থাপনের ঘোষণা দেয়ার পরই ওবামার বিরুদ্ধে এমন প্রতিক্রিয়া জানালেন রদ্রিগো। এমনকি এই প্রসঙ্গ তুললে সম্মেলনেও ওবামাকে গালি দেবেন বলে জানান ফিলিপিন্সের প্রেসিডেন্ট।
দুতের্তের পরিবর্তে প্রেসিডেন্ট ওবামা সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের জানান, লাওসে অনুষ্ঠিতব্য এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান-এর আঞ্চলিক সম্মেলনে ওবামা সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেউন-হাইয়ের সঙ্গে আলোচনায় বসবেন।