চার লেন হচ্ছে উত্তরবঙ্গ মহাসড়ক, ১১,৮৮১ কোটি টাকার প্রকল্প

0
260

06-09-16-PM_ECNEC Meeting-3বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ১৮১ কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজকের সভায় মোট সাতটি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৮শ’ ৯৮ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য আসবে ৯ হাজার ৫২৫ কোটি ৯২ লাখ টাকা এবং সরকারি তহবিল থেকে যোগান দেওয়া হবে ৩ হাজার ৩৬৮ কোটি ৯ লাখ টাকা।’

তিনি আরও জানান, ‘সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়কে ৮০টি ‘বাস-বে’ নির্মাণ করা হবে। এর পাশাপাশি মহাসড়কে ২ হাজার ৬৩৫ মিটারের তিনটি ফ্লাইওভার, ৪১১ মিটারের একটি রেলওয়ে ওভারপাস, ৩২টি ব্রিজ, ১৬১টি কালভার্ট, ১১টি পথচারী ওভারপাস, ৩৯টি আন্ডারপাস এবং একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয় ১২ হাজার কোটি টাকার কিছু বেশি। কিন্তু পরিকল্পনা কমিশনের পর্যবেক্ষণের পর ব্যয় কমিয়ে ১১ হাজার ৮৮১ কোটি টাকা ধরা হয়েছে। প্রকল্পের সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১ হাজার ৯৫২ কোটি টাকা। বাকি অর্থ আসবে প্রকল্প সাহায্য থেকে।’ ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here