সিরিয়া চুক্তি করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-রাশিয়া

0
288

সিরিয়া চুক্তি করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-রাশিয়াযুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা সিরিয়ায় যুদ্ধ প্রশমনে সোমবার একটি চুক্তি করতে ব্যর্থ হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, মতপার্থক্য এখনও রয়েছে। তিনি বলেন, হাংঝৌতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে নতুন করে এ আলোচনা কোন ধরণের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনা ভেস্তে যাওয়ার আগে রোববার আলেপ্পোর দুর্দশাগ্রস্ত বেসামরিক নাগরিকের কাছে ত্রাণসামগ্রী সরবরাহে চুক্তি এবং কমপক্ষে আংশিকভাবে রাশিয়া ও সিরিয়ার বিমান হামলা বন্ধের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সিরিয়ার সরকারি সৈন্যরা বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর বিভিন্ন এলাকা ঘিরে রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বিকেলের দিকে বৈঠক করতে পারেন। তবে এটা স্পষ্ট নয় যে তারা চুক্তিতে পৌঁছাতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here