বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়ন

0
375

বাংলাদেশের মেয়েরা অপরাজিত চ্যাম্পিয়নফুটবলে বাংলাদেশের এশীয় পর্যায়ে সেরা সাফল্য এসেছে মেয়েদের মাধ্যমে। এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স ফুটবলে‘সি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ মহিলা দল। গ্রুপের শেষ ম্যাচে তারা ৪-০ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচের তৃতীয় মিনিটে বাংলাদেশ ক্যাপ্টেন কৃষ্ণা রাণির হেডে পেয়ে যায় প্রথম গোল। ৩৬ মিনিটে পেনাল্টি শট থেকে গোল করতে পারেননি বাংলাদেশের শামসুন্নাহার। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ৫২ মিনিটে ক্যাপ্টেন কৃষ্ণা রাণি দলের ও নিজের পক্ষে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন। ৫৮ মিনিটে লাল-সবুজের পক্ষে তৃতীয় গোল করেন আনুচিং। শেষ হওয়ার চার মিনিট আগে তহুরা ম্যাচের চতুর্থ গোল করেন। বাছাই পর্বের টুর্নামেন্টে বাংলাদেশ পাঁচ ম্যাচের সব’কটিতেই জিতেছে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ২০১৭ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ মূলপর্বে খেলবে। মূলপর্বে বাংলাদেশের কিশোরীরা খেলবে জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো পরাশক্তিদের সঙ্গে।

বাছাইপর্বে ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুরুটা করেছে বাংলাদেশ। এরপর সিঙ্গাপুর, কিরগিজস্তানকে হারিয়ে চূড়ান্ত পর্বের স্বপ্ন দেখায় মার্জিয়া, সানজিদারা। চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়ে সেই স্বপ্ন পূরণ করেছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here