এবারও বাড়লো ঈদের ছুটি

0
329

Eid-Ul-Fitr-and-Eid-Ul-Adha-2016-2ঈদুল ফিতরের ঈদের পর এবার ঈদুল আযহায়ও সরকারি ছুটির বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা। সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ঈদের পর ২৪ সেপ্টেম্বর অফিস খোলা থাকবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ঈদের ছুটি বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

১১ (রোববার) সেপ্টেম্বর ছুটি ঘোষণা করায় ২৪ সেপ্টেম্বর (শনিবার) অফিস খোলা থাকবে। এর ফলে ঈদ উপলক্ষে ৯-১৪ সেপ্টেম্বর ছয়দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা। আগামী ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়ম, ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ছিল না। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ওই দিন সরকারি ছুটি ঘোষণা করেছেন। তবে, এর পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার কর্মদিবস থাকবে। এর আগে পবিত্র ইদুল ফিতরে টানা ৯ দিনের ছুটি ঘােষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী আদেশে ১-৯ জুলাই সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। সেবার ৪ জুলাইয়ের পরিবর্তে অফিস খোলা ছিল ১৬ জুলাই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here