গাজীপুরের এক ঠিকাদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার দায়ে পাঁচ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড এবং অপর একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এদের মধ্যে যাজ্জীবন দন্ড প্রাপ্তকে জরিমানা অনাদায়ে আরো ১ মাসের করে সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক রবিবার দুপুরে এ রায় প্রদান করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো- গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার শাহাদত আলী ওরফে ছাদুর ছেলে মোঃ ইয়াকুব আলী (৩৫), একই এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে মোঃ হান্নান ওরফে হান্নু (৩৬), চান মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৬), মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ মনির (৩৩) ও মোঃ বেদন মিয়ার ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৩) এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী হলো- মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ মাসুদ ওরফে মাইছ্যা (২৮)। এদের মধ্যে রায় ঘোষণাকালে আসামী দেলোয়ার হোসেন ওরফে দেলু উপস্থিত ছিল এবং অন্য আসামীরা পলাতক ছিল।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভেকেট মোঃ হারিছ উদ্দিন আহমদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার নুরুল ইসলাম ওরফে নুরু মিয়ার ছেলে মাটি সরবরাহের ঠিকাদার মোঃ আবু সাইদকে (৪২) পূর্ব শত্রুতার জের ধরে গত ২০০৮ সালের ১৭ জুন সন্ধ্যায় আসামীরা বাড়ি থেকে ডেকে পাশর্^বর্তী ধীরাশ্রম বাজারের পাশের একটি কিন্ডার গার্ডেন স্কুলে নিয়ে যায়। সেখানে রাত ১১টার দিকে আসামীরা আবু সাইদকে মারপিট ও শ^াসরোধ করে এবং অন্ডকোষ টিপে হত্যা করে। পরে নিহতের লাশ ধীরাশ্রম রেলওয়ে ষ্টেশনের উত্তরে রেল লাইনের পাশের একটি জমিতে ফেলে পালিয়ে যায়। পরদিন সকালে এলাকাবাসির সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ আবু সাইদের লাশ উদ্ধার করে। নিহতের মাথা ও কপালের ডান পাশে, চোখে, বুকে ও গলায়সহ শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন ছিল। এব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ১৮ জুন একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এঘটনায় জড়িত থাকায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াকুব আলী হত্যার করার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ ইয়াকুব আলী, হান্নান ওরফে হান্নু, দেলোয়ার হোসেন ওরফে দেলু, মোঃ মনির, মোঃ ইকবাল হোসেন ও মোঃ মাসুদ ওরফে মাইছ্যার বিরুদ্ধে গত ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করে।
শুনানীকালে ১৩জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ওই হত্যা মামলায় আসামিরা দোষী সাব্যস্ত হওয়ায় রবিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ওই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর আদালত এলাকায় উপস্থিত নিহতের বাবা ও দু’সন্তান রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবী জানান।
প্রসিকিউশনের পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আলহাজ্ব মোঃ হারিছ উদ্দিন আহমেদ এবং আসামী পক্ষে ছিলেন মোঃ হুমায়ুন কবির, লাবিব উদ্দিন ও সালেহ উদ্দিন রিপন।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।