কৃষ্ণাঙ্গদের ভোট টানার চেষ্টা ট্রাম্পের

0
242

কলোরাডোয় ডেলিগেট ভোটে ‘কারচুপি’র অভিযোগ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গদের ভোট টানার লক্ষ্যে শনিবার ডেট্রয়েটে তাদের একটি গীর্জায় যান। এ সময় তিনি বলেন,তিনি পুরোপুরি অনুধাবন করতে পারেন যে আফ্রিকান আমেরিকানরা বৈষম্যের শিকার।জনমত জরিপে দেখা গেছে, কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের মধ্যে ট্রাম্পের সমর্থন কম। জরিপে তিনি হিলারির চেয়ে পিছিয়ে রয়েছেন।

গীর্জা পরিদর্শনের সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বেন কারসন। তিনি এ নগরীতে বড়ো হয়েছেন।ট্রাম্প যখন গীর্জায় আসেন তখন বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। গীর্জার ভিতরে তিনি ভারপ্রাপ্ত যাজক বিশপ ওয়েনি টি জ্যাকসনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। তাদের এ কথপোকথন আগামী সপ্তাহে বিশপ জ্যাকসনের নিজের টেলিভিশন চ্যানেল ইমপ্যাক্ট টিভি নেটওয়ার্কে প্রচারিত হবে।গীর্জার ভিতরে ট্রাম্প বক্তৃতা দেয়ার আগে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। বক্তৃতাকালে তিনি বলেন, আমরা যখন খুবই সম্ভাবনাময় তরুণ কৃষ্ণাঙ্গদের পেছনের সারিতে থাকতে দেখি এর চেয়ে বেশি দুঃখের আর কিছু হতে পারে না।তিনি বলেন, কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের জন্য সঠিক কিছু করতে হবে। তিনি কৃষ্ণাঙ্গদের গীর্জার প্রশংসা করে বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে আফ্রিকান আমেরিকান গীর্জাগুলো জাতির বিবেকে পরিণত হয়েছে।তিনি ডেট্রয়েটের সর্বত্র নতুন নতুন রাস্তাঘাট ও সেতু নির্মাণের অঙ্গীকার করেন।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে,বিশপ জ্যাকসনের সঙ্গে সাক্ষাৎকারকালে ট্রাম্প পূর্ব অনুমোদনকৃত বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেন। উত্তরগুলো তার প্রচারণা স্টাফ ও রিপাবলিকান ন্যাশনাল কমিটি তৈরি করে দেয়।ট্রাম্পকে করা ১২টি প্রশ্ন ও উত্তরের ফাঁস হয়ে যাওয়া একটি কপি নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ট্রাম্পকে হত্যা, বর্ণবাদ এবং তাকে বর্ণবাদী বলে যে অভিযোগ করা হচ্ছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here