এবারের ঈদযাত্রা নির্বিঘœ করতে পশুর হাট ও যানজট চিহ্নিত এলাকাগুলেতে প্রায় এক হাজার রোভার স্কাউট নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে ঢাকা-মাওয়া মহসড়কের মাওয়া চৌরাস্তায় বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন।সাংবাদিকদের মন্ত্রী বলেন, রোভার স্কাউটরা তিন শিফট করে কাজ করবেন; তাদের সঙ্গে হাইওয়ে পুলিশও দায়িত্ব পালন করবে।
পাশাপাশি যানযট নিরোসনে পরিবহন মালিক সমিতির কর্মকর্তাও তাদের সহযোগিতা করবেন বলে জানান মন্ত্রী।এ কাজে সাংবাদিকদের সহযোগিতাও প্রত্যাশা তিনি।এছাড়া ঈদ উপলক্ষে এবার ৮০টি বিআরটিসির নতুন বাস রিজার্ভ রাখা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যাত্রীরা যাতে নির্বিঘেœ বাড়ি পৌঁছতে পারে তাই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।ঘটনাস্থল পরিদর্শনের সময় মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে মহাসড়কে চলাচলরত গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করেন এবং অবৈধ যানবাহনগুলোর বিরুদ্ধে মামলা ও জরিমানার নির্দেশ দেন।
মন্ত্রী জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘড়ীয়ায়, নিতলা ও মাওয়া চৌরাস্তায় বিআরটিএর তিনটি ভ্রম্যমাণ আদালত বসানো হয়েছে। আদালতের মাধ্যমে ৩৫টি যানবাহনকে ২৮টি মামলা ও ৩৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।ঘটনাস্থলে মন্ত্রীর সঙ্গে বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম, মোটরযান পরিদর্শক (মুন্সীগঞ্জ) মো. সাখাওয়াত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।