আফগানিস্তানে বাস-ট্যাংকারের সংঘর্ষে নিহত ৩৫

0
557

আফগানিস্তানে বাস-ট্যাংকারের সংঘর্ষে নিহত ৩৫আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে রোববার ভোরে একটি যাত্রীবাহী বাস ও একটি জ্বালানিবাহী ট্যাংকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। জাবুল গভর্নর বিসমিল্লাহ আফগানমাল বলেন, যাত্রীবাহী বাসটি কান্দাহার থেকে কাবুল যাচ্ছিল। পথে জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। তিনি বলেন, সংঘর্ষের পর যানবাহন দুটিতে আগুন ধরে যায় এবং নারী ও শিশুসহ নিহতরা পুড়ে যাওয়ার কারণে তাদের শণাক্ত করা যাচ্ছেনা।

জাবুল পুলিশের উপ-প্রধান গোলাম জিলানি বলেন, আহতদের কয়েকজনকে প্রাদেশিক রাজধানী কালাত ও পার্শ্ববর্তী কান্দাহার প্রদেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কাবুল-কান্দাহার হাইওয়ে জঙ্গিপ্রবণ এলাকার মধ্য দিয়ে গেছে। এ কারণে অনেক বাস চালক জঙ্গিদের হাতে ধরা খাওয়ার ভয়ে এখানে বেপরোয়া গতিতে বাস চালায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here