শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গী আশ্রমের এক সৎসঙ্গীকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। শনিবার ভোর ৫টার দিকে পাবনা শহরের দিলালপুর পাতরতলা এলাকায় এ ঘটনা ঘটে। সৎসঙ্গী‘র (ঠাকুর ভক্ত) নাম বসন্ত কুমার দাস (৩৫)। তিনি দিনাজপুরের একটি মন্দিরেরও কর্মী বলে জানা গেছে। সৎসঙ্গ আশ্রমের পাবনার দায়িত্বপ্রাপ্ত সৎসঙ্গী তপন কুমার হরি এ তথ্য নিশিচিÍ করে জানান, গুরু ভাই বসন্ত কুমার দাস, চট্রগ্রাম থেকে ভোরে এসে পাবনাতে নামেন এবং পাথরতলার আশ্রমে যাচ্ছিলেন। এ সময় ডাক্তার মনোয়ারুল আজিজেজ বাসভবন এলাকায় পৌঁছালে দূর্বৃত্তরা তাকে ছরিকাঘাত করে এবং নগদ টাকাও ছিনিয়ে নেয়। তপন কুমার হরি জানিয়েছেন, দ্রৃুত বিষয়টি সদর থানার ওসিকে জানানো হয়। থানা থেকে এস আই সুব্রত কুমার ঘটনাস্থলে যান ও আহত বসন্ত কুমারকে দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বসন্ত্র কুমারের বাম পাঁজর ও হাতের অংশে তাকে ছরিকাঘাত করা হয়েছে। তিনি বর্তমানে পাবনা জেনারেল হাপাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বেলা ১১টায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, ধারণা করছি নিছক কোন ছিনতাইয়ের ঘটনা এটা এবং আমি হাসপাতালে যাচ্ছি বিষয়টির খোঁজ খবর নিতে।
পাবনা প্রতিনিধি