পাবনার বেড়া পৌরসভার সাবেক কমিশনার দুদকের মামলায় গ্রেপ্তার

0
168

কমিশনার এনামূল হক শামীম

পাবনার বেড়া পৌরসভার সাবেক কমিশনার এনামূল হক শামীমকে দুদকের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার পায়না গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুইটি মামলায় দীর্ঘদিন ধরে সাবেক কাউন্সিলর এনামূল হক শামীম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here