এক বছরের উচ্চতর প্রশিক্ষণে চীন যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের ১১ সদস্য

0
217

gybandha 1সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, চীন, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস এবং বাংলাদেশ এর যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের ২০১৬ সালে ১০(দশ)জন এবং ২০১৭ সালে ১০(দশ)জন, সর্বমোট ২০(বিশ)জন শিশু অ্যাক্রোবেটিক শিল্পী এক বছরের জন্য বেইজিং ইন্টারন্যাশনাল আর্টস স্কুল চীনে উচ্চতর প্রশিক্ষণে পাঠানো হচ্ছে।

উক্ত দলের সাথে উভয়সময়ে ০১জন করে দলীয় প্রধান সার্বক্ষণিক অবস্থান করবেন। এছাড়া চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা অভিভাবক হিসেবে নিযুক্ত থাকবেন। প্রথম পর্যায়ে আগামি ০৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে ১১(এগার) সদস্য বিশিষ্ট একটি দল চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। সদস্যবৃন্দ হলেন ফয়সাল সরদার, মোঃ আশিকুর রহমান, শুভ ব্যাপারী, সৌরভ বিশ্বাস, রতœা খাতুন, মোছাঃ শামীমা আক্তার, মোঃ রিয়াজ ইসলাম, শিহাব সরদার, মো. লিটন হোসেন ও মোবারক হোসেন এবং দলীয় প্রধান জনাব সঞ্জয় কুমার ভৌমিক।

এলক্ষে আগামিকাল ৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রবিবার সকাল ১১.০০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষ (লিফট-৬) অ্যাক্রোবেটিক দলের ১১ সদস্যের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জান নূর, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মা. মিং চিয়াং এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মহোদয় জনাব লিয়াকত আলী লাকী। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৬৪ জেলা শিল্পকলা একাডেমির মূল্যবোধের নাটক প্রযোজনা সমন্বয়ে প্রথম ধাপে ২০টি জেলার ২০টি নাটক নিয়ে ১ থেকে ৭ সেপ্টেম্বর একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শুরু হয়েছে জাতীয় পর্যায়ে ‘মূল্যবোধের নাট্যোৎসব ২০১৬’ ।

একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ উৎসবের তৃতীয় সন্ধ্যায় মঞ্চস্থ হয় সন্ধ্যা ৬টায় মোহাম্মদ আমীন এর নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি গাইবান্ধা এর পরিবেশনায় নাটক ‘ধন্য রাজার পূণ্য দেশে’ সন্ধ্যা ৭টায় হাসান তারেক এর নির্দেশায় জেলা শিল্পকলা একাডেমি খুলনার পরিবেশনায় নাটক ‘পোড়া মানুষের মিছিল’ এবং রাত ৮টায় তপন ভট্টাচার্য্য এর নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি কক্সবাজারের পরিবেশনায় নাটক ‘মন বৈরী’ । আগামীকাল ৪ সেপ্টেম্বর মঞ্চস্থ হবে সন্ধ্যা ৬টায় হাসানুর রশীদ মাকছুদ এর নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি বরিশাল এর পরিবেশনায় নাটক ‘সুরাক’ সন্ধ্যা ৭টায় কামরুজ্জামান তাপু এর নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি নরসিংদী এর পরিবেশনায় নাটক ‘চুপকথা’ এবং রাত ৮টায় কামরুল হাসান লিখন এর নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি যশোর এর পরিবেশনায় নাটক ‘নতুন করে স্বপ্ন দেখি’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here