ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই যথাসময়ে ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর কারা কতৃপক্ষ বিষয়টি জানান। কারাগার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকালে জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানানো হয়।
এর পর থেকে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি শুরু করে কারা কতৃপক্ষ। কিছু আনুষ্ঠানিকতা শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ফাঁসি কার্যকরের সময় নির্ধারণ করা হবে। সে সময় অনুযায়ী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। এদিকে মীর কাসেমের সঙ্গে দেখা করতে বেলা সাড়ে ১২টায় তার পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।