নাভ্রাতিলোভাকে ধরে ফেললেন সেরেনা

0
0

Serena Williams

এবারের উইম্বলডন জিতে গ্র্যান্ড স্লাম শিরোপায় ধরে ফেলেছেন স্টেফি গ্রাফকে। ২২ শিরোপা জেতা এই সেরেনা উইলিয়ামস কোথায় গিয়ে থামবেন, বলা মুশকিল। বয়স ৩৪ পেরিয়ে গেলেও টেনিস কোর্টে এখনও তিনিই রানী। তার সামনে দাঁড়ানোর ক্ষমতাই যেন নেই কারো। নিত্য নতুন রেকর্ডে আমেরিকান টেনিস তারকা নিজেকে নিয়ে যাচ্ছেন উঁচু থেকে আরো উঁচুতে। গতকালই যেমন গড়লেন আরেকটি কীর্তি। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠার পথে গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতায় উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় শীর্ষে থাকা মার্তিনা নাভ্রাতিলোভাকে ধরে ফেললেন তিনি। শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করতে পারলে এককভাবে বসবেন শীর্ষে।

ফ্ল্যাশিং মিডোয় স্বদেশি ভ্যানিয়া কিংকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে উঠেছেন তৃতীয় রাউন্ডে। তাতেই ছুঁয়ে ফেলেন নাভ্রাতিলোভার সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম ম্যাচ জেতার রেকর্ড। যার গুরুত্বটা সেরেনার কাছে বিশেষকিছু, ‘কখনো কখনো তো জানিই না মাইলফলক ছুঁয়ে ফেললাম। তবে ওই সবের মধ্যে অনেকগুলো খুব গর্বের হয়। এই যেমন ৩০৬তম জয়, চমৎকার এক অর্জন। মার্তিনা দুর্দান্ত এক কিংবদন্তি। আমার কাছে তিনি সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের একজন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here