মীর কাসেম আলী প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানান নি॥

0
0

মীর কাসেমের মৃত্যুদন্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর কনডেম সেলে বন্ধি মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দ-প্রাপ্ত আসামী জামায়াত নেতা মীর কাসেম আলী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানান নি। তার সঙ্গে সাক্ষাতের জন্য কারাগারেও কেউ আসেননি। বৃহস্পতিবারও তিনি কনডেম সেলে বসে কান্নাকাটি করেছেন। এদিন বেলা পৌনে ১১টার দিকে দ্বিতীয়বার সিদ্ধান্ত জানতে চাইলে ভেবেচিন্তে জানানোর কথা বলে কারা কর্তৃপক্ষের কাছে আরেকটু সময় চান ‘বাঙ্গালী খান’ মীর কাসেম। এদিকে যে কোন দিন যুদ্ধাপরাধী জামায়াত নেতা আল বদর বাহিনীর কমান্ডার মীর কাশেম আলীর ফাঁসির রায় কার্যকর করার জন্য প্রস্তুত রয়েছে সরকার ও কারা কর্তৃপক্ষ। তার ফাঁসির রায় কার্যকর করার জন্য গাজীপুর ও কেরানীগঞ্জের দুই কারাগারেই ফাঁসির মঞ্চ ও জল্লাদ প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে ফাঁসি কার্যকরের মহড়াও। এখন শুধু প্রাণ ভিক্ষা চাওয়া বা না চাওয়ার বিষয়ে মীর কাশেম আলীর সিদ্ধান্তের অপেক্ষা মাত্র। ইতোমধ্যে কারাগারের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। কারা ফটকে অতিরিক্ত কারারক্ষী মোতায়েন ছাড়াও ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দারা মোতায়েন রয়েছেন। কারা ফটকের রাস্তায় বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পাট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দ-প্রাপ্ত আসামী জামায়াত নেতা মীর কাসেম আলী এ কারাগারের কনডেম সেলে বন্ধি রয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে কারা কর্তৃপক্ষ প্রাণভিক্ষা পাওয়ার ব্যাপারে দ্বিতীয়বারের মত মীর কাসেমের কাছে সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন। জবাবে ভেবেচিন্তে জানানোর কথা বলে কারা কর্তৃপক্ষের কাছে আরেকটু সময় চান। এরআগে বুধবার সকালে কারা কর্তৃপক্ষ মীর কাসেমকে তার রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শোনানোর পর প্রাণভিক্ষা চাইবেন কি না-তা জানতে চায়। সে সময়ও তিনি সময় চেয়েছিলেন। বুধবার দিবাগত রাতে কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দিন কাশিমপুর কারাগার পরিদর্শন করেন। এসময় তিনি মীর কাসেম আলীকে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের বিষয়ে আজ সময়সীমা নির্ধারণ করে জানিয়েছিলেন, প্রাণভিক্ষার ব্যাপারে তাকে যৌক্তিক সময় দেয়া হবে। এ মোতাবেক কারা প্রশাসন মীর কাসেম আলীর মনোভাব জানতে বৃহস্পতিবার বেলা পৌণে ১১টার দিকে তার সঙ্গে কথা বলেন। এসময় প্রাণভিক্ষার সিদ্ধান্তের ব্যাপারে মীর কাসেম আলী আরেকটু সময় চান এবং ভেবেচিন্তে তিনি জানাবেন বলে জানান। প্রাণভিক্ষার আবেদন না করলে ফাঁসির রায় কার্যকরের ব্যাপারে সকল প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কারা প্রশাসন।

বুধবার রাতে কাশিমপুর কারাগার পরিদর্শণকালে কারা মহাপরিদর্শক বলেন, সাধারনত আসামিদের ক্ষেত্রে নিয়মানুযায়ী মার্সি পিটিশনের জন্য সর্বোচ্চ সাত দিন সময় দেয়া হয়ে থাকে। কিন্তু মীর কাসেম আলীর বিচার হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (আইসিটি) আইনে। আইসিটি আইনে এরকম কোন নিয়ম নেই। তবে মার্সিপিটিশনের বেলায় তাকে যৌক্তিক সময় দেয়া হতে পারে।

মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় আইনী লড়াইয়ের সর্বশেষধাপে হেরে ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর প্রথমবারের মতো ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মীর কাশেম আলীর সঙ্গে বুধবার তার স্ত্রীসহ পরিবারের ৯ সদস্যরা সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে কারা ফটকে মীর কাশেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের জানিয়েছেন, সাদা পোশাকধারী লোকজন ২২ দিন আগে তাদের ছেলে ব্যারিস্টার আহম্মেদ বিন কাশেমকে বাসা থেকে ধরে নিয়ে গেছে। তাদের ছেলে তাঁর বাবার আইনজীবীও। পারিবারিক যে কোন পরামর্শের জন্য ছেলেকে প্রয়োজন। তাই ছেলেকে ছাড়া রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন বিষয়ে কোন সিদ্ধান্ত দেবেন না তাঁর স্বামী মীর কাশেম আলী। এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে না পরিবারও।

এদিকে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বৃহস্পতিবার বিকেলে কাশিমপুর কারাগার এলাকা পরিদর্শণ করেন। এসময় তিনি কারাগারের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

উল্লেখ্য, একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন মতিঝিলের নয়া দিগন্ত কার্যালয় হতে মীর কাসেম আলীকে গ্রেফতার করা হয়। তিনি ১৯৮৫ সাল থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অর্থাৎ মজলিসে শুরার সদস্য হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ২০১২ সালে গ্রেফতারের পরের বছর ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে তার যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। ২০১৪ সালের ২ নবেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের রায় দেয়। রায় ঘোষণার আগে হাজতবাসকালে তিনি ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। পরে দন্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির (কনডেম) সেলে পাঠানো হয়।

প্রসঙ্গতঃ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীকে ২০১৪ সালের ২ নবেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের রায় দেয়। একই বছরের ৩০ নবেম্বর ট্রাইব্যুনালের মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন এই আলবদর কমান্ডার। চলতি বছরের (২০১৬) ৮ মার্চ দেওয়া রায়ে আপিল বিভাগও তার মৃত্যুদন্ড বহাল রাখে। গত ১৯ জুন ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাসেম আলী। মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চ যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদন্ড বহাল রাখেন। এতে তার আইনী লড়াই শেষ হয়েছে। রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ের প্রত্যায়িত অনুলিপি বিচারিক আদালত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুই পক্ষের আইনজীবীকেও অনুলিপি পাঠানো হবে। এরপর বুধবার সকালে কারা কর্তৃপক্ষ আসামি কাসেমকে রিভিউ খারিজের রায় ও আদেশ পড়ে শুনিয়ে জানতে চান- তিনি প্রাণভিক্ষা চাইবেন কি না। এসময় মীর কাশেম তার সিদ্ধান্ত জানানোর ব্যাপারে কারা কর্তৃপক্ষের কাছে সময় চান। এর নিষ্পত্তি হলেই সরকার দন্ড কার্যকর করবে। আর প্রাণভিক্ষা না চাইলে যে কোনো সময় তার দন্ড কার্যকর করা হবে।

১৯৫২ সালের ৩১ ডিসেম্বর মীর কাসেম আলীর জন্ম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে। ডাকনাম পিয়ারু ওরফে মিন্টু। বাবার চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতেন ছোটবেলায়। সেখানে জড়িত হন ইসলামী ছাত্রসংঘের রাজনীতিতে। ১৯৭১ সালের ৭ নবেম্বর পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক হন তিনি। ১৯৭৭ সালে নাম বদল করে তার নেতৃত্বে ইসলামী ছাত্রশিবির হিসেবে আত্মপ্রকাশ করে এ সংগঠনটি। তিনি হন প্রতিষ্ঠাতা সভাপতি। পরবর্তীতে যোগ দেন জামায়াতে ইসলামীতে। একাত্তরে চট্টগ্রামে অবস্থানের সময় ঘাতক আলবদর বাহিনীর ক্যাম্প ও টর্চার সেল স্থাপন করেন ডালিম হোটেল নামে পরিচিত স্থানীয় মহামায়া হোটেলে। সেখানে নির্যাতন ও হত্যা করা হয়েছে স্বাধীনতার বহু সমর্থককে। মুক্তিযুদ্ধের সময় ডালিম হোটেল চট্রগ্রামবাসীর কাছে হত্যাপুরী হিসেবে পরিচিতি পায়। নৃশংসতার জন্য মীর কাশেমের পরিচয় হয় ‘বাঙালি খান’। ছাত্রসংঘের বাছাই করা কর্মীদের সমন্বয়ে গঠিত কুখ্যাত আলবদর বাহিনীর তিনি ছিলেন তৃতীয় কমান্ডার।

এই গুপ্ত ঘাতক বাহিনীতে নেতৃত্ব ও প্রভাব বিবেচনায় ছিল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পর জামায়াতের পঞ্চম শীর্ষ নেতা এবং একই সাথে আলবদর বাহিনীর তৃতীয় প্রধান নেতা। আর বিশেষভাবে তিনি ছিলেন চট্রগ্রাম অঞ্চলে এই বাহিনীর প্রধান। স্বাধীনতার পর জামায়াতে ইসলামীকে আর্থিকভাবে শক্তিশালী করতে কাজ করেন তিনি। ১৯৮০ সালে তিনি মধ্যপ্রাচ্য ভিত্তিক এনজিও রাবেতা আল আলম আল ইসলামীর এ-দেশীয় পরিচালক হন। তিনি ১৯৮৫ সাল থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অর্থাৎ মজলিসে শুরার সদস্য হিসেবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

ইবনে সিনা ট্রাস্টসহ বহু আর্থিক, বাণিজ্যিক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালক মীর কাসেম আলী দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান। বিগত তিন দশকে তিনি জামায়াতে ইসলামীর প্রকাশ্য ও অপ্রকাশ্য অর্থের অন্যতম জোগানদাতায় পরিণত হন। অর্থাৎ তার যোগানো অর্থেই জামায়াতে ইসলামী শক্ত ভিত্তি পায়।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here