ঝিনাইদহের ডিসির কাছ থেকে সমাজসেবার অনুদান পেয়ে মহা খুশি দিনমজুর মসলেম শাহ !

0
209

Somaj seba-jhenaidah (3)_1ফেসবুক ও বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর আর্থিক অনুদান পেলেন ৭০ বছরের বৃদ্ধ মসলেম শাহ। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় সমাজকল্যান পরিষদের আর্থিক অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। তিনি দিনমজুর মসলেম উদ্দীনের হাতে দশ হাজার টাকা তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, ঝিনাইদহ সমাজসেবার উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, সমাজসেবার সহকারী পরিচালক আব্দুল লতিফ শেখ, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৩৭ জনের মধ্যে নগদ দুই লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।

Somaj seba-jhenaidah (3)

টাকা পেয়ে দিনমজুর মসলেম শাহ বলেন, আমার মতো হতদরিদ্র মানুষের জন্য যে এতো কিছু করা হবে তা আমার জানা ছিল না। তিনি বলেন জেলা প্রশাসক সাহেব আমাকে পেয়ে কাছে ডেকে নেন। এ সময় আমি আর আবেগ ধরে রাখতে পারিনি।সমাজসেবার কর্মকর্তাদের ভালবাসায় আমি মুগ্ধ হয়েছি। টাকা দিয়ে তিনি ঘরের বেড়া দিবেন বলে জানান। উল্লেখ্য, ফেসবুক ও পত্রপত্রিকায় দিনমজুর মসেলম উদ্দীনের খোয়া ভাঙ্গা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হলে সরকারী উর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকেই তার প্রতি সহানুভুতি প্রকাশ করেন।

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here